করোনা পজিটিভ সাকিব, খেলতে পারবে না চট্টগ্রাম টেস্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১০ মে ২০২২
করোনা পজিটিভ সাকিব, খেলতে পারবে না চট্টগ্রাম টেস্ট

যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শরীরে প্রাণঘাতি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এখন তাকে থাকতে হবে পাঁচদিনের আইসোলেশনে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে আর খেলতে পারছেন না সাকিব আল হাসান।

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী স্পোর্টসমেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও সংবাদ বিজ্ঞপ্তিতে একই তথ্য জানানো হয়েছে।

মঞ্জুর হোসেন চৌধুরী বলেন, “সাকিব আজ (মঙ্গলবার) সকালেই যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন। দলের সাথে যোগ দেওয়ার আগে নিয়ানুসারে তার কোভিড পরীক্ষা করা হয়েছে পজিটিভ শনাক্ত হয়।”

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার পাঁচদিন আগে করোনা পজিটিভ হওয়ায় প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন সাকিব আল হাসান।

বিসিবির চিকিৎসক বলেন, “করোনা পজিটিভ হওয়ায় সাকিব আল হাসানকে এখন বাধ্যতামূলক পাঁচদিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। অর্থাৎ, ১৪ মে পর্যন্ত তিনি দলের সাথে যোগ দিতে পারবেন না। ১৪ মে নেগেটিভ হলে এরপর দলের সাথে যোগ দিতে পারবেন।”

দলের সাথে যোগ দিতে পারলেও প্রথম টেস্টের আগে ফিটনেস ইস্যু রয়েছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে একটা শঙ্কা রয়েই যায় বলে মনে করছেন বিসিবির এই চিকিৎসক।

তবে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, করোনার পজিটিভ হওয়ায় চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তবে ঢাকায় দ্বিতীয় টেস্টে তাকে দলে পাওয়ার আশা করা হচ্ছে।  

লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে পরিবারের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব আল হাসান। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আজ (মঙ্গলবার) সকালেই দেশে ফিরেছেন তিনি।

এর আগে পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজ খেললেও তাকে ফিরতে হয়েছিল দেশ। এরপর দ্বিতীয় টেস্টে আর দলে না ফিরে মেয়েকে নিয়ে পারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফিরে ডিপিএলে খেললেও আবার বিমানের চড়ে উড়াল দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে (রোববার)। চট্টগ্রামে প্রথম টেস্ট শেষে ২৩ মে মিরপুরের মাঠে গড়াবে সিরিজে দ্বিতীয় ও শেষ ম্যাচ।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব স্যাক্রিফাইস করছে, এটা গুড নিউজ : সুজন

সাকিব স্যাক্রিফাইস করছে, এটা গুড নিউজ : সুজন

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড

ক্রিকেটে মনোযোগ দিতে চাই, সামনে সবগুলো ম্যাচ খেলবো: সাকিব

ক্রিকেটে মনোযোগ দিতে চাই, সামনে সবগুলো ম্যাচ খেলবো: সাকিব

ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিংয়ে তাসকিন, উন্নতির ধারায় সাকিব-তামিম

ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিংয়ে তাসকিন, উন্নতির ধারায় সাকিব-তামিম