কলকাতার দায়িত্ব ছেড়েছেন ব্রেন্ডন ম্যাককালাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১১ মে ২০২২
কলকাতার দায়িত্ব ছেড়েছেন ব্রেন্ডন ম্যাককালাম

কলকাতার নাইট রাইডার্সের হেড কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শেষে এই দায়িত্ব থেকে অব্যাহতি নিবেন তিনি। বিষয়টি ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন সাবেক এই কিউই ক্রিকেটার।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, ইংল্যান্ড দলের হেড কোচের দায়িত্ব নিতে পারেন তিনি। কলকাতার দায়িত্ব ছাড়লেও ইংলিশ দলের দায়িত্ব নিবেন কি-না সেই বিষয়টি এখনো চূড়ান্ত করেননি ম্যাককালাম।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দলের হেড কোচের পদ থেকে বরখাস্ত হন ক্রিস সিলভারউড। এরপর থেকেই সিলভারউডের উত্তরসূরি খুজছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ম্যাককালামের দায়িত্ব ছাড়ার বিষয়টি কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ভারতীয় গণমাধ্যমকে দলটির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমাদেরকে নিশ্চিত করেছেন, তিনি আর কলকাতার দায়িত্ব থাকবেন না। ইংল্যান্ড দলের দায়িত্ব ছাড়ছেন বলেও জানিয়ে দিয়েছেন।”

এদিকে ইংল্যান্ডের বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, ইংল্যান্ডের লাল বলের হেড কোচের দায়িত্ব নিবেন ব্রেন্ডন ম্যাককালাম। চলতি সপ্তাহে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবে ইসিবি।

ইংল্যান্ড দলের দায়িত্ব নিয়ে ম্যাককালামের প্রথম অ্যাসাইনমেন্ট হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। চলতি বছরের জুনে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে তিন টেস্ট খেলবে ইংলিশরা।

কোচিং ক্যারিয়ারে খুব বেশি অভিজ্ঞ নন ব্রেন্ডন ম্যাককালাম। প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। এর আগে আইপিএল এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

হাসপাতালে ভর্তি আফগানিস্তানের হেড কোচ থর্প

হাসপাতালে ভর্তি আফগানিস্তানের হেড কোচ থর্প

কাউন্টি ক্রিকেটে ব্যাটে-বলে পাকিস্তানিদের জয়জয়কার

কাউন্টি ক্রিকেটে ব্যাটে-বলে পাকিস্তানিদের জয়জয়কার

‘৫-১০ বছরের মধ্যে টেস্টের অস্তিত্ব থাকবে না’

‘৫-১০ বছরের মধ্যে টেস্টের অস্তিত্ব থাকবে না’

রুটের জন্য ‘নিজের জায়গা’ ছেড়ে দিচ্ছেন স্টোকস

রুটের জন্য ‘নিজের জায়গা’ ছেড়ে দিচ্ছেন স্টোকস