দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশনে অক্ষত বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৮ মে ২০২২
দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশনে অক্ষত বাংলাদেশ

চতুর্থ দিনের শুরুতেই হানা দিয়েছিল বৃষ্টির। আবহাওয়ার এই বেরসিক আচরণে নির্ধারিত সময়ের আধাঘণ্টা পর মাঠে গড়িয়েছিল খেলা। চতুর্থ দিনের প্রথম সেশনের শুরু থেকেই শ্রীলঙ্কার ব্যাটারদের দেখেশুনে খেলা শুরু করেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৮৫ রান।

বুধবার (১৮ মে) দিনের শুরু থেকে লঙ্কান বোলারদের দেখেশুনে খেলা শুরু করেন লিটন এবং মুশফিক। স্বাভাবিকভাবেই রানের গতি ছিল মন্থর। প্রথম ঘণ্টায় ১৪ ওভার ব্যাটিং করে ৩ চারে মাত্র ৩৮ রান তোলে বাংলাদেশ।

আগের দিন ৫৩ রানে দিন শেষ করেন মুশফিকুর রহিম। অপরপ্রান্তে থাকা লিটনের দিনশেষ হয় ৫৪ রানে। এই সেশনে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রান পূর্ণ করেন মুশফিকুর রহিম।

তৃতীয় দিনের শেষ সেশনে শ্রীলঙ্কা বেশ কয়েকবারই লিটন-মুশফিক জুটি ভাঙার সুযোগ পেয়েছিল। তবে চতুর্থ দিনের প্রথম সেশনে সেই রকম কোনো সুযোগই তৈরি করতে পারেনি লঙ্কানরা বোলাররা।

লঙ্কান বোলারদের কোনো সুযোগ না দিয়েই দলের রান বাড়িয়ে নেওয়ায় মনোযোগী হন লিটন এবং মুশফিক। প্রথম সেশনে এই দুই ব্যাটারের ব্যাট থেকে প্রথম সেশনে আসে ৬৭ রান। অথচ, তৃতীয় দিনের প্রথম সেশনে টাইগারদের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং তামিম ইকবাল তোলেন ৮১ রান।

আগের দিনে ৫৪ রান নিয়ে মাঠে নামা লিটন প্রথম সেশন শেষে ১৮৮ বলে ৮৮ রানে অপরাজিত আছেন। পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করা মুশফিক ২২২ বলে ৮৫ রানে অপরাজিত আছেন। তৃতীয় দিনের শেষ সেশনে জুটি বাঁধা লিটন এবং মুশফিক চতুর্থ উইকেটে তুলেছেন ১৬৪ রান। টেস্টে তৃতীয়বারের মতো শতরানের জুটি গড়লেন এই দুই ক্রিকেটার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে পাঁচ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি মুশফিক

টেস্টে পাঁচ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি মুশফিক

মাত্র অর্ধেক কাজ শেষ, কাল বড় কাজ: জেমি সিডন্স

মাত্র অর্ধেক কাজ শেষ, কাল বড় কাজ: জেমি সিডন্স

আঘাতজনিত ‘অবসরে’ তামিম, ব্যাটিংয়ে লিটন

আঘাতজনিত ‘অবসরে’ তামিম, ব্যাটিংয়ে লিটন

‘ভাগ্যবান ভেন্যু’তেও হতাশ মমিনুল

‘ভাগ্যবান ভেন্যু’তেও হতাশ মমিনুল