আঘাতজনিত ‘অবসরে’ তামিম, ব্যাটিংয়ে লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৭ মে ২০২২
আঘাতজনিত ‘অবসরে’ তামিম, ব্যাটিংয়ে লিটন

চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ব্যক্তিগত বড় সংগ্রহের দিকে আগাচ্ছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় সেশনে দেখা পান কাঙ্খিত ১০ম সেঞ্চুরির। সেঞ্চুরির পরই স্কয়ার কাট খেলতে গিয়ে হাতে ব্যাথা পেয়েছিলেন তামিম। পরে আরও একবার ব্যাথায় কাতরাতে দেখা গিয়েছিল তাকে। ব্যাথা নিয়ে চা বিরতির আগ পর্যন্ত খেলেছেন। কিন্তু বিরতির পর আঘাতজনিত অবসর নিয়েছেন তামিম। মুশফিকের সঙ্গী হয়ে মাঠে নেমেছেন লিটন দাস।

মঙ্গলবার (১৭ মে) শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। এরপর থেকেই মাঠে কিছুটা ছন্দহীন হয়ে পড়েছিলেন তামিম। মূলত অতিরিক্ত গরমের কারণে দুইবার ক্র্যাম্প করেন তিনি। এই কারণে চা বিরতির পর মাঠে নামেননি এই ক্রিকেটার।

অবশ্য প্রথম সেশনের পর থেকেই তার ব্যাটিংয়ে দেখা মিলছিলো অস্বস্তির। এক-দুইরান নিতে বেশ অস্বস্তিতে পড়ছিলেন তিনি। এই কারণেই চা বিরতির পর মাঠে নামেননি তিনি। 

এর আগে মাঠে থাকাকালীন অতিরিক্ত গরমের কারণে দুইবার ক্রাম্পও করেছিলেন তামিম। তার কারণে কিছুক্ষণ খেলাও বন্ধ রাখতে হয় আম্পায়ারদের।

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারে ৫ম বারের মতো এক ইনিংসে ২০০ এর অধিক বল খেলেছেন তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংস শেষে ২১৭ বলে ১৩৩ রানে অপরাজিত আছেন এই ক্রিকেটার। এছাড়াও প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রান থেকে মাত্র ২২ রান দূরে আছেন তামিম।

প্রথম সেশনে বাংলাদেশ দারুণ শুরু করলেও দ্বিতীয় সেশনের কিছুটা খেই হারিয়ে ফেলেছে টাইগাররা। হারিয়ে বসে তিন উইকেট। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২২০ রান নিয়ে তৃতীয় ইনিংস শুরু করেছে টাইগাররা। ক্রিজে আছেন দুই ব্যাটার লিটন দাস এবং মুশফিকুর রহিম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

‘ভাগ্যবান ভেন্যু’তেও হতাশ মমিনুল

‘ভাগ্যবান ভেন্যু’তেও হতাশ মমিনুল

টেস্ট ক্যারিয়ারে তামিমের ১০ম সেঞ্চুরি

টেস্ট ক্যারিয়ারে তামিমের ১০ম সেঞ্চুরি

চট্টগ্রাম টেস্টে ‘কনকাশন সাব’, ফার্নান্দোর বদলি রাজিথা

চট্টগ্রাম টেস্টে ‘কনকাশন সাব’, ফার্নান্দোর বদলি রাজিথা

চট্টগ্রামে ‘চায়নাম্যান’ সাকিব

চট্টগ্রামে ‘চায়নাম্যান’ সাকিব