ম্যাককালামের পর ইংলিশদের নতুন কোচ ম্যাথু মট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১৮ মে ২০২২
ম্যাককালামের পর ইংলিশদের নতুন কোচ ম্যাথু মট

লাল বলে ইংল্যান্ড দলের হেড কোচের দায়িত্ব নিবেন ব্রেন্ডন ম্যাককালাম। সাদা বলে ইংলিশদের হেড কোচ হবে, সেই নিয়ে ছিল গুঞ্জন। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন ম্যাথু মট।

২০১৫ সালে অস্ট্রেলিয়া নারী দলের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন ম্যাথু মট। তার অধীনে অপ্রতিরোধ্য হয়েছিল অজি নারীরা। এবার সেই দায়িত্ব ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন ম্যাথু মট। এখন সীমিত ওভারে ইংল্যান্ডের ছেলেদের কোচিং করাবেন তিনি।

চার বছরের জন্য ইংল্যান্ডের ছেলেদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাথু মট। এর আগে ব্রেন্ডন ম্যাককালামের সাথেও চার বছরের চুক্তি করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ হেরেছিল ইংল্যান্ড। এরপরেই বরখাস্ত হন কোচ ক্রিস সিলভারউড। তার বদলি হিসেবে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন পল কলিংউড। ধারণা করা হচ্ছিলো, ইংলিশদের সীমিত ওভারের দায়িত্ব তার কাঁধে পড়তে পারে। শেষ পর্যন্ত ম্যাথু মটের উপরই ভরসা রাখলো ইসিবি।

এছাড়াও অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব পালন করেছিলেন তিনি। কাউন্টি দল গ্ল্যামারগন এবং আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ছেলেদের ক্রিকেটে আয়ারল্যান্ড জাতীয় দলের পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

অ্যাশেজ হারের পর ইংল্যান্ড ক্রিকেটে এসেছে বড় পরিবর্তন। ইসিবির ক্রিকেট পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাশলি জাইলস। তার স্থলাভিষিক্ত হয়েছেন রব কি। এবার কোচিং প্যানেলেও পরিবর্তন আনলো দেশটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অবসরের কথা ভেবেছিলেন অ্যান্ডারসন

অবসরের কথা ভেবেছিলেন অ্যান্ডারসন

সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইসিবির প্রধান নির্বাহী

সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইসিবির প্রধান নির্বাহী

সেঞ্চুরিহীন সর্বোচ্চ রানের রেকর্ড কাউন্টি দল সারের

সেঞ্চুরিহীন সর্বোচ্চ রানের রেকর্ড কাউন্টি দল সারের

টেস্টে ইংলিশদের প্রধান কোচ হলেন ম্যাককালাম

টেস্টে ইংলিশদের প্রধান কোচ হলেন ম্যাককালাম