ছেলের বিশ্বাস ছিল, স্বপ্ন একদিন ধরা দিবে: উমরানের বাবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৩ মে ২০২২
ছেলের বিশ্বাস ছিল, স্বপ্ন একদিন ধরা দিবে: উমরানের বাবা

আইপিএলে গতির ঝড় তুলে সবাইকে চমকে দিয়েছেন জম্মু-কাশ্মীরের পেসার উমরান মালিক। অপেক্ষা ছিল কেবল ভারতীয় দলে ডাক পাওয়াটা। অবশেষে সেই স্বপ্নও পূরণ হতে চলছে উমরানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ভারতের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে তাকে। ছেলে জাতীয় দলে ডাক পাওয়াতে খুশি উমরানের বাবা আব্দুর রশিদও।

আব্দুর রশিদ উমরানের ক্রিকেটের শুরুর দিনগুলো থেকেই ছেলেকে ভারতের জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখতেন। আইপিএলে উমরানের দুর্দান্ত পারফর্ম্যান্স সেটাকে আরেকটু বাড়িয়ে দেয়।। অবশেষে রোববার তার কাছে চুড়ান্ত স্বপ্ন পূরণের খবরটা আসে।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন উমরান। এই খবরে আনন্দিত আব্দুর রশিদ ভারতের একটি গণমাধ্যমক্বে বলেন, ‘সবাই শুধু আমাকে অভিনন্দন জানাচ্ছে। আমি এখন বাড়ি যাচ্ছি। এইমাত্র ইন্টারনেটে খবরটি দেখলাম। জাতীয় রং পরার চেয়ে বড় অর্জন আর কিছু নেই।’

‘সে আইপিএলে তার পারফরম্যান্স দিয়ে আমাদের সকলকে গর্বিত করেছেন। যেভাবে পুরো দেশ তার পিছনে ছুটে এসেছে, আমরা একটি পরিবার হিসাবে কেবল কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। উমরানের জন্য পুরো দেশের সমর্থন আছে।’ - আব্দুর রশিদ যোগ করেন।

উমরানের বিশ্বাস ছিল একদিন জাতীয় দলের হয়ে মাঠ মাতাবে। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে উমরানের বাবা বলেন,’উমরানের আত্মবিশ্বাস ছিল, একদিন তিনি সফলতা অর্জন করবেন। তিনি তার দক্ষতা এবং প্রতিভার উপর বিশ্বাস রেখেছিলেন, কঠোর পরিশ্রম করেছিলেন। এই সাফল্যের পুরোটাই তার।’

পারভেজ রসুলের পর উমরান হলেন দ্বিতীয় ক্রিকেটার, যিনি জম্মু ও কাশ্মীর থেকে ভারতীয় দলে ডাক পেলেন। এবার কেবল জার্সি গায়ে জড়ানোর অপেক্ষা। আব্দুর রশিদ চান তার ছেলে পরিশ্রমের ধারাটা ধরে রাখুক এবং দেশের হয়ে ভালো খেলুক।

তিনি বলেন, ‘এখন আমি চাই সে আরও কঠোর পরিশ্রম করুক এবং দেশের জন্য ভালো পারফর্ম করুক। তাকে ভারতের হয়ে দীর্ঘদিন খেলার দিকে মনোযোগ দিতে হবে। আমরা শুধু চাই সে তার পারফরম্যান্স দিয়ে দেশকে গর্বিত করুক। আর কিছুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির জন্য ভেন্যু ঠিক করা হয়েছে দিল্লি, কটক, বিশাখাপত্তনম, রাজকোট এবং বেঙ্গালুরুতে। উমরানের বাবার ইচ্ছা তার মাকে নিয়ে ছেলের অভিষেক ম্যাচে মাঠে থাকবেন তিনি। আব্দুর রশিদ বলেন, ‘যেদিন সে মাঠে নামবে, আমি এবং তার মা তাকে উৎসাহিত করার জন্য মাঠে থাকবো।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারুণ্য নির্ভর ভারতীয় দল, দুই নতুন মুখ 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারুণ্য নির্ভর ভারতীয় দল, দুই নতুন মুখ 

খোঁচার জবাবে শেবাগকে প্রশংসায় ভাসালেন শোয়েব

খোঁচার জবাবে শেবাগকে প্রশংসায় ভাসালেন শোয়েব

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই: কোহলি

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই: কোহলি

৩৪ বছরের পুরোনো মামলায় সিধুর এক বছরের কারাদণ্ড

৩৪ বছরের পুরোনো মামলায় সিধুর এক বছরের কারাদণ্ড