খোঁচার জবাবে শেবাগকে প্রশংসায় ভাসালেন শোয়েব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২১ মে ২০২২
খোঁচার জবাবে শেবাগকে প্রশংসায় ভাসালেন শোয়েব

সম্প্রতি চাকিং নিয়ে পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারকে খোঁচা মেরেছিলেন সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দর শেবাগ। সবাই ভেবেছিল, এবার নিশ্চয়ই ইটের জবাবে পাটকেল ছুঁড়ে মারবেন শোয়েব। তবে তেমন কিছু হলো না। উল্টো শেবাগকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানি গতি তারকা।

ভারতের এক টিভি চ্যানেলের ‘হোম অব হিরোস’ নামের শো’তে শোয়েবকে নিয়ে কথা বলেন শেবাগ। সেখানেই প্রশ্ন রেখে শেবাগ বলেন, ‘শোয়েব নিজেও জানে যে বোলিং করার সময় সে তার কনুইতে ঝাঁকুনি দিতো। সে জানতো সে চাকিং করছে। অন্যথায় কেন আইসিসি তাকে নিষিদ্ধ করতে চেয়েছিল?’

সাবেক ভারতীয় ওপেনার শোয়েবকে চাকার বলার কারণ দেখিয়েছেন। এটা করতে গিয়ে তিনি সাবেক অস্ট্রেলীয় পেসার ব্রেট লি’কেও টেনে আনেন। শেবাগের ভাষ্য, ‘ব্রেট লির হাত সোজা নেমে আসতো, তাই বল বাছাই করা সহজ ছিল। তবে কেউ কখনো অনুমান করতে পারেননি যে শোয়েব বলটা কোথা থেকে আসবে। আমি ব্রেট লির মুখোমুখি হতে ভয় পাইনি। কিন্তু শোয়েবের সাথে হিসেব আলাদা।’

শেবাগের এমন খোঁচার জবাবে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ ভারতীয় ওপেনারকে কিছু পরামর্শ দেন এবং মজাও করেন। তিনি বলেন, ‘আমি চাই সে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুক। শেবাগ যদি আইসিসি বা এর আইন সম্পর্কে আরও বোঝেন, তাহলে আমি তার মতামত গ্রহণ করবো।’

‘শেবাগের প্রতি আমার প্রতিক্রিয়া একটু আলাদা। আমার মতে, সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমি সবসময় ভাবি যে তিনি একজন ম্যাচ উইনার। যখনই সে ভারতের হয়ে খেলতো, তখনই দুর্দান্ত পারফর্ম করতো।’ - শোয়েব আরও যোগ করেন।

শেবাগের কথাকে উড়িয়ে দিয়ে পাকিস্তানি পেসার বলেন, ‘সে সেরা ওপেনারদের মধ্যে একজন। আমি জীবনের এমন এক পর্যায়ে এসেছি যখন কিছু বলতে গেলে খুব সচেতন হতে হবে। আমি তার সাক্ষাৎকার দেখিনি। আমি নিশ্চিত নই যে সে মজা করছিল নাকি আসলেই বলেছে। আমি তাকে শুভকামনা জানাই।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন মালিঙ্গার খোঁজ পেয়েছে লাহোর কালান্দার্স

নতুন মালিঙ্গার খোঁজ পেয়েছে লাহোর কালান্দার্স

‘পাকিস্তান ক্রিকেটে রমিজ রাজার কোনো ভবিষ্যৎ নেই’

‘পাকিস্তান ক্রিকেটে রমিজ রাজার কোনো ভবিষ্যৎ নেই’

শাহীনই পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়ক: ড্যারেন গফ

শাহীনই পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়ক: ড্যারেন গফ

লঙ্কা ক্রিকেটকে সহায়তা করতে ‘প্রস্তুত’ জাভেদ আফ্রিদি

লঙ্কা ক্রিকেটকে সহায়তা করতে ‘প্রস্তুত’ জাভেদ আফ্রিদি