ইনজুরিতে রাহুল, দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়ক ঋষভ পান্থ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৮ জুন ২০২২
ইনজুরিতে রাহুল, দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়ক ঋষভ পান্থ

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম পেয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও ব্যাটার বিরাট কোহলি। নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নামা ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল লোকেশ রাহুলের। কিন্তু তিনি সেই সুযোগটা পাচ্ছেন না, ইনজুরির কারণে তাকে ছাড়াই খেলতে নামবে ভারতীয় দল। রাহুলের বদলি হিসেবে দলকে নেতৃত্ব দিবেন ঋষভ পান্থ।

রোহিত-কোহলিকে ছাড়া ঘোষিত স্কোয়াডের অধিনায়ক হিসেবে ছিলেন লোকেশ রাহুল। তার সহকারী হিসেবে ঋষভ পান্থের দায়িত্ব পালন করার কথা ছিল। তবে সিরিজ শুরুর আগে গ্রোইন ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন এই ব্যাটার।

ইনজুরির কারণে তাকে ঠিক কতদিন মাঠে বাইরে থাকতে হবে, সেই বিষয়টি এখনো নিশ্চিত করেনি দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

রাহুল ছাড়াও ইনজুরিতে পড়েছেন চায়না ম্যান স্পিনার কুলদ্বীপ যাদব। তিনি ঠিক কিসের ইনজুরিতে পড়েছেন তা নিশ্চিত করা হয়নি।

এই দুই ক্রিকেটারের বদলি হিসেবে এখনো কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বিসিসিআই। দক্ষিণ আফ্রিকা সিরিজে ঋষভ পান্থের সহকারি হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া।

জাতীয় দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিবেন ঋষভ পান্থ। জাতীয় দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিলেও এর আগে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। সর্বশেষ দুই মৌসুমে এই ফ্রাঞ্চাইজির অধিনায়ক হিসেবে পান্থ দায়িত্ব পালন করেছিলেন।

ইনজুরি আক্রান্ত লোকেশ রাহুল ও কুলদ্বীপ যাদবকে ইতিমধ্যে ব্যাঙ্গালুরুতে অবস্থিত ন্যাশন্যাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। তারা ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন সেই বিষয়টি এখনো নিশ্চিত করেনি তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিকে আক্রমণাত্মক ভাবলেও বিস্মিত হতে হলো: রিজওয়ান

কোহলিকে আক্রমণাত্মক ভাবলেও বিস্মিত হতে হলো: রিজওয়ান

৯ ব্যাটারের অর্ধ-শতকে বাংলার বিশ্ব রেকর্ড

৯ ব্যাটারের অর্ধ-শতকে বাংলার বিশ্ব রেকর্ড

উমরানের অপেক্ষা আরও বাড়ছে, দ্রাবিড়ের ঈঙ্গিত

উমরানের অপেক্ষা আরও বাড়ছে, দ্রাবিড়ের ঈঙ্গিত

শাহীন ইস্যুতে ভারতীয় গণমাধ্যমকে আকাশ চোপড়ার তিরস্কার

শাহীন ইস্যুতে ভারতীয় গণমাধ্যমকে আকাশ চোপড়ার তিরস্কার