গাভাস্কারের অভিযোগ, ভুল থেকে শিখছেন না পান্থ 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৮ জুন ২০২২
গাভাস্কারের অভিযোগ, ভুল থেকে শিখছেন না পান্থ 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। পুরো সিরিজে অধিনায়কের ব্যাটে আসেনি বলার মতো কোনো রান। উল্টো অফ স্ট্যাম্পের বাইরের বলে বারবার পরাস্ত হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। বারবার একই ভুল করলেও, সেখান থেকে বের হয়ে আসার কোনো চেষ্টাই চালাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার।

আইপিএলে দারুণ খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই যেন খেই হারিয়ে ফেলেছেন ঋষভ পান্থ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চার ম্যাচের সবগুলোতেই অফ স্ট্যাম্পের বাইরের বলে আউট হয়েছেন।

তাই দক্ষিণ আফ্রিকা সিরিজে পান্থের শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন গাভাস্কার। এটা তার জন্য ভালো লক্ষণ নয় বলেও তার মত।

সুনীল গাভাস্কার বলেন, “সে (পান্থ) পারছে না। আগের তিনবারের আউটের ধরন থেকে সে কিছুই শিখতে পারছে না। এটা খুবই খারাপ লক্ষণ।”

আরও বলেন, “প্রোটিয়ারা অফ স্ট্যাম্পের বাইরে বার বার বল করে যাচ্ছে। সে তার শক্তি দিয়ে নিজের বল খেলতে পারছে না। থার্ডম্যান অঞ্চলে ক্যাচ তুলে আউট হচ্ছে।”

চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ বার বোলারদের অফ স্ট্যাম্পের বাইরের বলে আউটের ফাঁদে পড়েছেন ঋষভ পান্থ। এই বিষয়ে গাভাস্কার বলেন, “সে কোনোভাবেই বলের নাগাল পাচ্ছে না। তাকে এই বিষয় নিয়ে কাজ করা উচিত। এখন পর্যন্ত তার কাজ করার কোনো লক্ষণই পাওয়া যাচ্ছে না।”

ভারতীয় দলের অধিনায়ক হয়ে এইরকম ছোট ভুল করা মোটেও মানানসই নয় বলেও জানান এই ক্রিকেট কিংবদন্তি। তার মতে, এই ভুল পান্থকে ব্যক্তিগতভাবেও বেশ পিছিয়ে দিবে। নষ্ট হতে পারে পান্থের সম্ভাবনাময় ক্যারিয়ার। 

রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি শেষে ঋষভ পান্থ অবশ্য এই নিয়ে কথাও বলেছেন। তিনি বলেন, “বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নন। বরং, সবকিছু থেকে ইতিবাচকতা নিয়ে নিজেকে উন্নত করতে কাজ করতে বেশি আগ্রহী।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

কার্তিকের ব্যাটে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজে সমতায় ভারত

কার্তিকের ব্যাটে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজে সমতায় ভারত

'কয়েকজন ভারতীয় ক্রিকেটারের জন্য ভেস্তে যেতে বসেছিল পুরো সিরিজ'

'কয়েকজন ভারতীয় ক্রিকেটারের জন্য ভেস্তে যেতে বসেছিল পুরো সিরিজ'

বাবর আজম-বিরাট কোহলিরা খেলবেন এক দলে!

বাবর আজম-বিরাট কোহলিরা খেলবেন এক দলে!

ক্রিকেটাররা শুধু অর্থের জন্য খেলে না: সৌরভ গাঙ্গুলি

ক্রিকেটাররা শুধু অর্থের জন্য খেলে না: সৌরভ গাঙ্গুলি