ব্যাটিং পরামর্শক হিসেবে আবারও হেইডেনকে চায় পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৬ জুন ২০২২
ব্যাটিং পরামর্শক হিসেবে আবারও হেইডেনকে চায় পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ম্যাথু হেইডেন। বিশ্বকাপ পেরিয়ে যাওয়ার পর আর পাকিস্তান দলের সাথে কাজ করেননি হেইডেন। এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আবারও হেইডেনকে নিয়োগ দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শনিবার (২৫ জুন) বোর্ড সভা শেষ পিসিবি সভাপতি রমিজ রাজা হেইডেনকে দলের কোচ হিসেবে নিয়োগ দিতে চাওয়ার আগ্রহের কথা জানান। এছাড়াও প্রধান কোচ সাকলায়েন মুশতাককে ভারমুক্ত করা হয়েছে বলেও জানান।

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ। ম্যাথু হেইডেন নিয়োগ পেলে তার সাথেই কাজ করবেন বলে জানান তিনি।

মূলত ক্রিকেটারদের চাওয়াতেই পিসিবি হেইডেনকে নিয়োগের ব্যাপারে উঠেপড়ে লেগেছে। এই বিষয়ে রমিজ রাজা বলেন, “সেপ্টেম্বর থেকে আমাদের দল ভালো করছে। ভবিষ্যতেও আমরা এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই। বড় আসরের আগে আবারও হেইডেনকে নিয়োগের জন্য কাজ শুরু করা হয়েছে।”

এছাড়াও এই সভায় ইংল্যান্ড সিরিজের ভেন্যু নির্ধারণ করেছে পিসিবি। প্রাথমিক ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে মুলতান। পরবর্তীতে টেস্ট ম্যাচ আয়োজন করে মুলতানের সেই ক্ষতি পুষিয়ে নেওয়া হবে বলেও জানান রমিজ রাজা।

চলতি বছরে সেপ্টেম্বরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। এই সফরে কিভাবে হবে সেই লক্ষ্যে দুই বোর্ডের সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রধানমন্ত্রীত্ব নেই ইমরানের, কথা হয় না রমিজ রাজার

প্রধানমন্ত্রীত্ব নেই ইমরানের, কথা হয় না রমিজ রাজার

শ্রীলঙ্কা সফরে পাকিস্তান দলে ফিরেছেন ইয়াসির শাহ

শ্রীলঙ্কা সফরে পাকিস্তান দলে ফিরেছেন ইয়াসির শাহ

শ্লীতলাহানির অভিযোগে কোচ বরাখাস্ত করলো পিসিবি

শ্লীতলাহানির অভিযোগে কোচ বরাখাস্ত করলো পিসিবি

কোহলিকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে বাবর: ইয়ন বিশপ

কোহলিকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে বাবর: ইয়ন বিশপ