বুমরাহকে সরিয়ে আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বোল্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫১ পিএম, ২০ জুলাই ২০২২
বুমরাহকে সরিয়ে আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বোল্ট

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটা নিজের করে নিয়েছিলেন ভারতীয় পেসার জাসপ্রতি বুমরাহ। তবে সপ্তাহ না পেরোতেই আবারও জায়গাটা নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। এছাড়াও র‍্যাঙ্কিংয়ে দারুণভাবে এগিয়েছেন ভারতীয় বোলার যুজবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডিয়া।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ বোলিংয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে বেশ বাজে বোলিং করেছিলেন জাসপ্রিত বুমরাহ। ওই ম্যাচে ৪৯ রানে দুই উইকেট শিকার করেছিলেন তিনি।

দ্বিতীয় ওয়ানডেতে ধারাবাহিকতা ধরে রাখায় এক সপ্তাহের বেশি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকতে পারলেন না বুমরাহ। রেটিং পয়েন্ট হারিয়ে দুই নম্বরে নেমে গেছেন তিনি।

বুমরাহ নিজের স্থান ধরে রাখতে না পারলেও এগিয়েছেন তারই জাতীয় দল সতীর্থ যুজবেন্দ্র চাহাল। বোলারদের র‍্যাঙ্কিংয়ের চার ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান ১৬ নম্বরে।

এদিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের পর থেকেই ব্যাটে-বলে ঝলক দেখাচ্ছেন হার্দিক পান্ডিয়া। এর প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। ১৩ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন হার্দিক (৮)।

হার্দিকের আগানোর দিনে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১১তম স্থানে থেকে ক্যারিয়ার শেষ করলেন বেন স্টোকস। এছাড়াও আরেক ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস বোলার ও অলরাউন্ডার দুই র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন দুই ধাপ করে।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ জিততে বড় ভূমিকা রেখেছিলেন ঋষভ পান্থ। ব্যাট হাতে ১২৫ রানের ইনিংস খেলা পান্থ ২৫ ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আছেন ৫২তম স্থানে।

মঙ্গলবার (১৯ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের দারুণ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন রসি ভ্যান ডার ডুসেন। ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছেন তিনি। এছাড়াও ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পরবর্তী চার বছরে ভারত-অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

পরবর্তী চার বছরে ভারত-অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শই কাল হলো শহিদুলের

ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শই কাল হলো শহিদুলের

দুই বছর পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরাহ

দুই বছর পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরাহ

ভারত-বিশ্ব একাদশ ম্যাচ আয়োজনে ইচ্ছুক বিসিসিআই

ভারত-বিশ্ব একাদশ ম্যাচ আয়োজনে ইচ্ছুক বিসিসিআই