ইচ্ছা পূরণ হওয়ার আগেই বিদায় বললেন কেভিন ও’ব্রায়েন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৬ আগস্ট ২০২২
ইচ্ছা পূরণ হওয়ার আগেই বিদায় বললেন কেভিন ও’ব্রায়েন

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন কেভিন ও’ব্রায়েন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর আয়ারল্যান্ড স্কোয়াডে ডাক না পাওয়ায় ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন দেশটির ক্রিকেট কিংবদন্তি কেভিন ও’ব্রায়েন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মঙ্গলবার (১৬ আগস্ট) নিজের অবসরের বিষয়ে একটি বিবৃতি দেন কেভিন ও’ব্রায়েন। সেখানেই ইচ্ছা পূরণ না হওয়ার কথা জানান তিনি।

২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন কেভিন ও’ব্রায়েন। এরপর জাতীয় দলের হয়ে ৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ১১০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

এই সময়ে জাতীয় দলের হয়ে ব্যাট হাতে করেছেন ৫ হাজার ৮৫০ রান। এছাড়াও বল হাতে তার শিকার ১৭২ উইকেট।

২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে আয়ারল্যান্ডের ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন কেভিন ও’ব্রায়েন। ওই ম্যাচে তার ১১৩ রানে ভর করে ম্যাচ জিতেছিল আইরিশরা। যা কি-না ক্রিকেট রুপকথায় আলাদা জায়গা করে নিয়েছে।

কেভিন ও’ব্রায়েনের পুরো পরিবারই ক্রিকেট সংশ্লিষ্ট। বড় ভাই নেইল ও’ব্রায়েন ও বোন সিয়ারা ও’ব্রায়েন আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডকে প্রতিনিধি করেছেন। এর মধ্যে দুই ভাই একসাথে জাতীয় দল সতীর্থও ছিলেন।

তাদের বাবা জিঞ্জার ও’ব্রায়েন জাতীয় দলে না খেললেও আয়ারল্যান্ডে ক্রিকেট খেলতেন। খেলেছেন ১১ প্রথম শ্রেণি ও ২ লিস্ট ‘এ’ ম্যাচ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বড় দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ চান আইরিশ অধিনায়ক

বড় দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ চান আইরিশ অধিনায়ক

আইপিএল আমাদের জন্য বড় স্বপ্ন: বালবির্নি

আইপিএল আমাদের জন্য বড় স্বপ্ন: বালবির্নি

অবসর নিলেন আয়ারল্যান্ডের সাবেক অধিনায়ক পোর্টারফিল্ড

অবসর নিলেন আয়ারল্যান্ডের সাবেক অধিনায়ক পোর্টারফিল্ড

আইরিশদের স্পিন বোলিং কোচ নাথান হ্যারিজ

আইরিশদের স্পিন বোলিং কোচ নাথান হ্যারিজ