টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো আয়ারল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২১ পিএম, ২৫ জুলাই ২০২১
টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো আয়ারল্যান্ড

ক্রিকেটের ছোট্ট ফরম্যাট টি-টোয়েন্টিতে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারলো না আয়ারল্যান্ড। তিন ম্যাচ সিরিজের সবকটিতেই হেরে হোয়াইটওয়াশ হয় আইরিশরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪৯ রানের বড় ব্যবধানে হারে আয়ারল্যান্ড। এই জয়ের ফলে ৩-০তে সিরিজ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা।

বেলফাস্টে শনিবার (২৪ জুলাই) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার বাভুমা ও হেন্ড্রিকসের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেটে ১৮৯ রান তুলে তারা।

ব্যাট হাতে এ দিন দক্ষিণ আফ্রিকার বাভুমা ৫১ বলে ৭২ রান করেন, তাকে যোগ্য সঙ্গী দেয়া হেন্ড্রিকস করেন ৪৮ বলে ৬৯ রান। এছাড়া শেষ দিলে মিলারের ১৭ বলে ৩৬ রানে ঝড়ো ইনিংস দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করে। আয়ারল্যান্ডের সিমি সিং ও ব্যারি ১টি করে উইকেট লাভ করেন।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বোলারদের দারুণ বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪০ রান করতে সক্ষম হয় তারা।

আয়ারল্যান্ডের হয়ে সর্বাধিক ২৭ রান করেন বালবির্নি। এছাড়া ইয়ং এর ব্যাট থেকে আসে ২২ রান। ব্যাট হাতে এদিন বড় ইনিংস খেলতে ব্যর্থ হন দলটির অভিজ্ঞ দুই ক্রিকেটার পল স্টার্লিং ও কেভিন ও ব্রায়েন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের বিপক্ষে ৮ পরিবর্তন নিয়ে আফগানদের দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে ৮ পরিবর্তন নিয়ে আফগানদের দল ঘোষণা

‌‘ফাইনালে’ দৃষ্টি জিম্বাবুয়ে-বাংলাদেশের

‌‘ফাইনালে’ দৃষ্টি জিম্বাবুয়ে-বাংলাদেশের

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা