এক পরিবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার মোকাবেলায় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৫ এএম, ২৭ অক্টোবর ২০২২
এক পরিবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার মোকাবেলায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর এ ম্যাচেও বাংলাদেশের লক্ষ্য জয়। টস হেরে প্রথমে ফিল্ডিং পাওয়া বাংলাদেশের একাদশে আনা হয়েছে একটি পরিবর্তন।

মূলত উইকেট ও প্রতিপক্ষের কথা চিন্তা করে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটসম্যান ই্য়াসির আলি চৌধুরির পরিবর্তে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে একাদশে ফেরানো হয়েছে। বাংলাদেশের ন্যায় দক্ষিণ আফ্রিকা একাদশেও একটি পরিবর্তন আনা হয়েছে।

টসের পর অধিনায়ক সাকিব আল হাসান বলেন, “হোবার্টের চেয়ে এখানে ভিন্ন হবে। স্পিনের জন্য বেশি সাহায্য থাকতে পারে। তাই আমরা একাদশে একজন স্পিনার নিয়েছি। দক্ষিণ আফ্রিকা দলে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য মাথায় রেখে অফ স্পিনার হয়তো সুবিধা করতে পারে। ইয়াসির রাব্বির জায়গায় আজ খেলছে মেহেদী মিরাজ।”

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত। 

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, ওয়েইন পার্নেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিক নরকিয়া, তাবরাইজ শামসি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, জমে উঠলো পয়েন্ট টেবিল

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, জমে উঠলো পয়েন্ট টেবিল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নায়কের খোঁজে সাকিব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নায়কের খোঁজে সাকিব

ইংল্যান্ডকে হারিয়ে দিলো আয়াল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে দিলো আয়াল্যান্ড

দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কেড়ে নিলো বৃষ্টি

দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কেড়ে নিলো বৃষ্টি