সকালে বিমানবন্দরে নেমে দুপুরেই মিরপুরে অনুশীলনে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
সকালে বিমানবন্দরে নেমে দুপুরেই মিরপুরে অনুশীলনে সাকিব

পারিবারিক কারণে ছিলেন যুক্তরাষ্ট্রে। কিন্তু সাকিব আল হাসানের অনুপস্থিতিতেই তাকে নিয়ে কয়েকদিন ধরে চলছে সমালোচনা। সাকিব ও তামিম ইকবালের দ্বন্দ্ব এখন সবার জানা। রোববার নিজের দিকটা পরিষ্কার করেছেনে তামিম।

সোমবার সকালে ঢাকায় ফিরেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। লম্বা ভ্রমণ ক্লান্তি ছুঁতে পারেনি সাকিবকে। দুপুরেই চলে যান মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। নেমে পড়েন অনুশীলনেও।

এভাবে দলের অনুশীলনে যোগ দেওয়া সাকিবের জন্য নতুন কোনো ঘটনা নয়। তবে এবারের বিষয়টা যেন একটু আলাদা। তাকে নিয়ে আলোচনা সব সময়ই হয়। হোক সেটা ইতিবাচক কিংবা নেতিবাচক। কয়েকদিন ধরে সাকিবকে নিয়ে কৌতুহল আরও বেশি ছিল সবার।

জরুরি পারিবারিক প্রয়োজনে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) না খেলে যুক্তরাষ্ট্রে যান সাকিব। এজন্য প্রথম দিন থেকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি। যুক্তরাষ্ট্রে না গেলেও তাকে ২৬ তারিখ পর্যন্ত পেত না বাংলাদেশ দল।

সোমবার সকালে দেশে ফিরেছেন সাকিব। এরপর বাসায় ফিরে আবার মিরপুরে। স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি ছিল সাকিবের দিকেই।মাঠে ঢুকে কিছুক্ষণ ফুটবল নিয়ে নাড়াচাড়া করেন এই অলরাউন্ডার।

এরপর মাঠে নেমেই প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে অনেকটা সময় ধরে কথা বলেন। হাথুরুসিংহে বাংলাদেশে কোচ হয়ে আসার পর এরপর প্রথম দু'জনের দেখা হল।

আইসিসি ওয়ানডে বর্ষসেরা দলের সদস্য হিসাবে ক্যাপ হাতে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেটা নিয়েও মিরাজকে অভিনন্দন জানান সাকিব। পরে শুরু করেন গা গরমের রানিং। এরপরই ব্যাটিং অনুশীলনের জন্য নেটে নেমে যান।

সাকিবের মাঠে ঢোকা থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপেই ছিল অনেক ক্যামেরার নজর। কি করছেন, তামিমের সঙ্গে কথা বলছেন কিনা এসব। যদিও এদিন দু'জনকে কেউ কথা বলতে দেখেননি।

একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে, বিসিবি সভাপতি জানিয়েছেন- সাকিব ও তামিম ইকবালের সম্পর্কের টানাপোড়েন চলছে। তারা দু'জনে কথা বলেন না। এজন্য ড্রেসিংরুমের অবস্থাও স্বাস্থ্যকর নয়। দলের মধ্যে নাকি গ্রুপিংও আছে। তামিম ইকবাল যদিও এসব কথা, উড়িয়ে দিয়েছেন।

স্পোর্টসমেইল২৪/জেএম

 


শেয়ার করুন :


আরও পড়ুন

যখনই দল ভালো না খেলে তখনই ‘গ্রুপিং টার্ম’ ব্যবহার করা হয় : তামিম ইকবাল

যখনই দল ভালো না খেলে তখনই ‘গ্রুপিং টার্ম’ ব্যবহার করা হয় : তামিম ইকবাল

সাকিবের সাথে দ্বন্দ্ব ও গ্রুপিং নিয়ে মুখ খুললেন তামিম

সাকিবের সাথে দ্বন্দ্ব ও গ্রুপিং নিয়ে মুখ খুললেন তামিম

অনলাইন টিকিট নিয়ে সুসংবাদ দিলেন বিসিবি’র সিইও

অনলাইন টিকিট নিয়ে সুসংবাদ দিলেন বিসিবি’র সিইও

আলমেরিয়ার কাছে বার্সার হতাশার হার

আলমেরিয়ার কাছে বার্সার হতাশার হার