দলের অনুশীলন দেখতে হঠাৎ মিরপুরে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৬ জুন ২০২৩
দলের অনুশীলন দেখতে হঠাৎ মিরপুরে সাকিব

আয়ারল্যান্ড সফরে আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নেই এ ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরির কারেণ অঘোষিত ছুটি কাটানো সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। তবে মঙ্গলবার (৬ জুন) হঠাৎ করেই মিরপুর শের-ই-বাংলায় দেখা মিললো সাকিব আল হাসানের।

পরিবারের সঙ্গে সময় কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে না পারলেও মঙ্গলবার বাংলাদেশের দ্বিতীয় দিনের অনুশীলন দেখতে মাঠে আসেন সাকিব।

ক্রিকেটার কিংবা বিসিবি কর্মকর্তারা সাধারণত শের-ই-বাংলার মূল গেইট (২ নম্বর) দিয়ে প্রবেশ করেন। তবে মঙ্গলবার দুপুরে মিরপুরে আসা সাকিব আল হাসান মাঠে না ঢুকে সরাসরি ইনডোর স্টেডিয়ামে প্রবেশ করেন।

স্টেডিয়ামের পাঁচ নং গেটের পাশ দিয়ে সরাসরি ইনডোরে প্রবেশ করেন সাকিব। এ সময় অনুশীলনে উপস্থিত থাকা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে মিনিট তিনেকের মতো কথা বলেন। এ সময় অন্য কারো আর কথা বলতে দেখা যায়নি।

৩৬ বছর বয়সী সাকিব আল হাসান গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ নেওয়ার সময় আঙুলে চোট পান। সে সময় বিসিবি মেডিকেল টিম জানিয়েছিল, ইনজুরির কারণে সাকিবকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

সেখান থেকে দলের সাথে দেশে না ফিরে পরিবারের সাথে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। সম্প্রতি দেশে ফিরে এসেছেন।

সফররত আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের ক্রিকেট দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে ১৪ জুন, যেখানে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না। সাকিব না থাকায় একমাত্র টেস্টের নেতৃত্ব পেয়েছেন লিটন কুমার দাস।


শেয়ার করুন :