নির্বাচন কমিশন গঠন করলো বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৫
নির্বাচন কমিশন গঠন করলো বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচন ২০২৫ সামনে রেখে তিন সদস্যের নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী তিন সদস্যের এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কমিশনের দায়িত্বপ্রাপ্তরা হলেন- সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন। বিসিবির নির্বাচনে তিনি প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া বাকি দুইজন সদস্য হলেন- বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন সদস্যের এই কমিশনই বিসিবি পরিচালক নির্বাচন ২০২৫-এর যাবতীয় কার্যক্রম পরিচালনা ও সম্পন্ন করবেন।

গঠিত নির্বাচন কমিশন এখন বিসিবির পরিচালকদের নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর আগে ১ সেপ্টেম্বর সিলেটে বোর্ড সভা শেষে জানানো হয়েছিল, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে নির্বাচন।



শেয়ার করুন :