বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচন ২০২৫ সামনে রেখে তিন সদস্যের নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবির গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী তিন সদস্যের এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কমিশনের দায়িত্বপ্রাপ্তরা হলেন- সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন। বিসিবির নির্বাচনে তিনি প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া বাকি দুইজন সদস্য হলেন- বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন সদস্যের এই কমিশনই বিসিবি পরিচালক নির্বাচন ২০২৫-এর যাবতীয় কার্যক্রম পরিচালনা ও সম্পন্ন করবেন।
গঠিত নির্বাচন কমিশন এখন বিসিবির পরিচালকদের নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর আগে ১ সেপ্টেম্বর সিলেটে বোর্ড সভা শেষে জানানো হয়েছিল, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে নির্বাচন।