শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

হংকংকে হারিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার ফোরের পথে এবার এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। হংকংয়ে পর শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ। দলের পেসার তানজিম হাসান সাকিব বলেছেন, “আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জয় চাই। ম্যাচ জয় আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

শ্রীলঙ্কাকে নিয়ে তানজিম বলেন, “তিন ফরম্যাটেই আমরা শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। তাদের সব খেলোয়াড়কেই আমরা ভালোভাবে জানি। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে পরিকল্পনা নিয়ে খেলতে নামবো।

তিনি আরও বলেন, “আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জয়ের জন্যই মাঠে নামবো। অতীতে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে।”

গত জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে শ্রীলঙ্কা। টেস্ট ১-০, ওয়ানডে ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে হারে লঙ্কানরা।

এশিয়া কাপের আগে জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচের ওয়ানডে ২-০ ব্যবধানে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। সর্বশেষ দুই সিরিজের পারফরমেন্স বিবেচনায় এশিয়া কাপে ভালো করার ব্যাপারে আশাবাদী লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেন, “আমরা বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ঐ সিরিজে আমাদের পারফরমেন্স ভালো ছিল। এছাড়া জিম্বাবুয়ের মাটিতেও আমরা ভালো ক্রিকেট খেলেছি। তাই সর্বশেষ দুই সিরিজের পারফরমেন্স আমাদের এশিয়া কাপে সহায়ক হবে।”

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২০ বারের দেখায় বাংলাদেশ ৮ বার এবং শ্রীলঙ্কা ১২ বার জিতেছে।

বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।

শ্রীলঙ্কা দল
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ডাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারুত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।



শেয়ার করুন :