এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকং-এর বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। লিটনের ফিফটিতে ১৪ বল বাকি রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে অধিনায়ক লিটন দাস ৫৯ রানের ইনিংস খেলেছেন।
‘বি’ গ্রুপ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করেছে হংকং। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের এটিই সর্বোচ্চ দলীয় রান। আগেরটি ছিল ৮ উইকেটে ১১৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক লিটন দাসের ফিফটিতে ভর করে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৩৯ বলে লিটন দাসের ৫৯ রানে ইনিংসে ৬টি চার ও একটি ছক্কার মার ছিল।
এছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমন ১৯, অপর ওপেনার তানজিদ হাসান তামিম ১৪ রান করেন। শেষ দিকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়া তাওহিদ হৃদয় ৩৫ এবং জাকের আলী অনিক শূন্য রানে অপরাজিত ছিলেন।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর মালিক হয়েছেন অধিনায়ক লিটন দাস। ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে ইয়াসিম মুর্তজাকে ছক্কা মেরে এ রেকর্ড গড়েন তিনি।
টি-টোয়েন্টি ফরম্যাটে লিটন দাসের ছক্কার সংখ্যা ৭৮। লিটন দাসের এ রেকর্ডে পেছনে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছেন লিটন কুমার দাস।