বিশ্বকাপে সব নারী আম্পায়ার, থাকছেন বাংলাদেশের জেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫
বিশ্বকাপে সব নারী আম্পায়ার, থাকছেন বাংলাদেশের জেসি

চলতি মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচই পরিচালনা করবেন নারী আম্পায়ার ও নারী ম্যাচ রেফারিরা। এ তালিকায় বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিও রয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী বিশ্বকাপ ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ করেছে।

বিশ্বকাপে মোট ১৮ জন নারী আম্পায়ার দায়িত্ব পালন করবেন। তাদের মাঝে ১৪ জন ফিল্ড আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।

এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচে নারী আম্পায়াররা দায়িত্ব পালন করবেন। এর আগে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুই আসরে নারী আম্পায়াররা দায়িত্ব পালন করেছিলেন।

১৪ জনের আম্পায়ারের তালিকায় বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি আছেন। এর আগে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন জেসি।

ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ নারী আম্পায়ার দিয়ে পরিচালনার উদ্যোগকে ঐতিহাসিক মনে করছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। বিবৃতিতে তিনি বলেন, “এটি নারী ক্রিকেটের যাত্রায় একটি মাইলফলক।”

জয় শাহ বলেন, “আমরা বিশ্বাস করি, খেলার প্রতিটি ক্ষেত্রে আরও বহু দৃষ্টান্ত স্থাপন করবে। নারী ম্যাচ অফিসিয়ালসদের অন্তর্ভুক্তি কেবল একটি মাইলফলক নয়। ক্রিকেটে লিঙ্গ সমতা বাড়ানোর ক্ষেত্রে এটি আইসিসির অবিচল অঙ্গীকারের শক্তিশালী প্রতিফলন।”

৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ।

ম্যাচ অফিসিয়ালস আম্পায়ার
সাথিরা জাকির জেসি, বৃন্দা রাঠি, ক্যান্ডেজ লা বোর্দে, সু রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিডান, ক্লেয়ার পোলোসাক, লরেন এজেনবাগ, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন ও সারাহ ডাম্বানেভা।

ম্যাচ রেফারি : ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী ও মিচেল পেরেইরা।



শেয়ার করুন :