‎বিশেষ বিমানে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫
‎বিশেষ বিমানে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল

ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে ফুটবলাররা, ছবি- বাফুফে

নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির মধ্যে তিন দিন অপেক্ষার পর অবশেষে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কাঠমাণ্ডু থেকে ঢাকার ফেরেন জামাল ভূঁইয়ারা।

বিশেষ বিমানের ফ্লাইটে বিকেল ৪টায় ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখে ফুটবলাররা। একই ফ্লাইটে বাংলাদেশ-নেপাল ম্যাচের খবর সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও ঢাকায় ফিরেছেন।

এর আগে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকালে কাঠমান্ডুর ক্রাউন ইম্পিরিয়াল হোটেল থেকে বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। সেখানে ইমিগ্রেশন শেষে দুপুর ২টা ৫৫ মিনিটে বাংলাদেশেরে উদ্দেশ্যে নেপাল ত্যাগ করে বিমানবাহিনীর বিমানটি।

নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বরের নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি স্থগিত করা হয়। এর আগে ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

ম্যাচ স্থগিত হওয়ায় ওই দিনেই দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।

উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অবশেষে বিমানবাহিনীর বিমান দিয়ে ফুটবলারদের দেশে ফেরানো হলো।



শেয়ার করুন :