এনসিএল টি-টোয়েন্টির জন্য প্রস্তুত রাজশাহীর স্টেডিয়াম

মো. ফয়সাল আলম মো. ফয়সাল আলম প্রকাশিত: ১১:০৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫
এনসিএল টি-টোয়েন্টির জন্য প্রস্তুত রাজশাহীর স্টেডিয়াম

সাতটি বিভাগসহ মোট আটটি দল নিয়ে মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। এবার দেশের তিন ভেন্যু- রাজশাহী, বগুড়া এবং সিলেটে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এ আসর।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। উদ্বোধনী দিনে সকাল সাড়ে ৯টার ম্যাচে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ ঢাকা মেট্রো।

এনসিএল টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজশাহী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জেমস জানিয়েছেন, এনসিএলকে সামনে রেখে শনিবার সন্ধ্য পর্যন্তও কাজ করা হয়েছে।

টুর্নামেন্টের প্রথম ৬ দিনের খেলা হবে রাজশাহী ও বগুড়ায়। এরপর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিলেট পর্ব। সেখানেই হবে আসরের বাকি সব ম্যাচ। ২৮ সেপ্টেম্বর শেষ হবে প্রথম পর্বের খেলা।

রাউন্ড রবিন লিগ পর্বের ৬টি ম্যাচ আয়োজনের জন্য রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামকে নতুন করে সাজানো হয়েছে। ব্যাপক দর্শক উপস্থিতির বিষয়টি মাথায় রেখে গ্যালারির প্রতিটি অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি রাঙানো হয়েছে নতুন রঙে।

স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার ছাড়াও ড্রেসিংরুম এবং প্রেস বক্সেও সংস্কার করা হয়েছে। ইতিমধ্যে উইকেট ও মাঠ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবি কর্মকর্তারা।
sportsmail24
শনিবার সন্ধ্যার পরও স্টেডিয়ামে চলে কর্মযজ্ঞ, ছবি- স্পোর্টসমেইল

দীর্ঘদিন পর স্টেডিয়ামে বসে ক্রিকেট ম্যাচ দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। টি-টোয়েন্টির ম্যাচকে ঘিরে রাজশাহীর ক্রিকেট প্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যপক উৎসাহ উদ্দীপনা।

ভেন্যু ম্যানেজার জেমস সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্পোর্টসমেইল-কে বলেন, “রোববারের ম্যাচের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ (শনিবার) সন্ধ্যা পর্যন্ত কাজ করা হয়েছে। মাঠের ঘাস কাটা হয়েছে এবং পিচ ঢেকে রাখা হয়েছে। মাঠ এখন সম্পূর্ণ খেলার উপযোগী।”

মাঠে দর্শক সমাগমের আশা প্রকাশ করে তিনি বলেন, “মাঠে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। দর্শকরা বুথ থেকে টিকিট সংগ্রহ করে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন।”

একই সাথে রাজশাহী ভেন্যুতে টিকিটের মূল্য ১০০ এবং ৫০ টাকা রাখা হয়েছে বলে জানান তিনি। 

বগুড়া স্টেডিয়ামে আজ শনিবার টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সিলেটের অধিনায়ক জাকির হাসান, ঢাকা মেট্রোর অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন, বরিশালের সালমান হোসেন ইমন এবং রংপুরের অধিনায়ক আকবর আলী উপস্থিত ছিলেন।

রাজশাহী/আরএস



শেয়ার করুন :