শামীম-জাকেরের লড়াকু ব্যাটিংয়ে ১৩৯ রানের পূঁজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫
শামীম-জাকেরের লড়াকু ব্যাটিংয়ে ১৩৯ রানের পূঁজি

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৯ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। শুরুতে একের পর এক উইকেট হারিয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে এ সংগ্রহ এনে দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী এবং জাকের আলী অনিক।

ব্যাট হাতে ছয় এবং সাত নম্বরে নেমে জাকের আলী অনিক ৪১ এবং শামীম হোসেন পাটোয়ারী অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেছেন। জাকের আলীর ৩৪ বলে ইনিংসে ২টি চারের মার ছিল।

এছাড়া ৩৪ বল খেলা শামীম ৩টি চারের সাথে একটি ছক্কা হাঁকিয়েছেন, যা বাংলাদেশের ইনিংসের একমাত্র ছক্কা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) চলমান এশিয়া কাপের পঞ্চম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতেই চাপে পড়ে টাইগাররা।

ইনিংসের প্রথম ওভারের শেষ বলে উদ্বোধনী জুটি হারায় বাংলাদেশ। খালি হাতে সাজঘের ফিরেন তানজিদ হাসান তামিম। দলীয় কোন রান যোগ হওয়ার আগেই উইকেটর হারায় বাংলাদেশ।

পরের ওভারে দুসমন্থ চামিরার শিকার হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। দু’জনের কেউই রানের খাতা খুলতে পারেননি। অর্থাৎ বাংলাদেশের স্কোর সচল হওয়ার আগেই বিদায় নেন তানজিদ ও পারভেজ।

সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশ এটাই প্রথমবার শূন্য রানে ২ উইকেট হারায়। এরপর শুরুর চাপ সামলে ওঠার চেষ্টা করেও তৃতীয় উইকেটে ১১ রানের বেশি যোগ করতে পারেননি অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। একবার জীবন পেয়ে ৮ রানে রানআউট হন হৃদয়।

দলীয় ১১ রানে হৃদয় ফেরার পর ক্রিজে লিটনের সঙ্গী হন মাহেদি হাসান। পাওয়ার প্লের শেষ ওভারে দাসুন শানাকার বলে লিটনের ৩ বাউন্ডারিতে ৬ ওভারে ৩০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

অষ্টম ওভারে শ্রীলঙ্কা স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার বলে ৯ রানে লেগ বিফোর আউট হন মাহেদি হাসান। দলের রান ৫০ পার করে সাজঘরের পথ ধরেন লিটন। হাসারাঙ্গার বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন টাইগার দলনেতা।

৪টি চারে ২৬ বলে ২৮ রান করে লিটন আউট হলে দশম ওভারে ৫৩ রানেই ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে বাংলাদেশ।

এ অবস্থা থেকে বাংলাদেশকে টেনে তোলেন জাকের ও শামীম। এই জুটিতেই ১৬তম ওভারে দলীয় ১শতে পা রাখে বাংলাদেশ। ১৯তম ওভারের শুরুতে শামীমের ব্যাটে ইনিংসের প্রথম ছক্কার দেখা পায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেটে জাকের ও শামীমের ৬১ বলে রেকর্ড ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি টাইগাদের।

২টি চারে জাকের ৩৪ বলে ৪১ এবং ৩টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন শামীম।
শ্রীলঙ্কার হাসারাঙ্গা ২৫ রানে ২ উইকেট নেন।



শেয়ার করুন :