গঠিত হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, বিপিএলের দায়িত্বে বুলবুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৭ অক্টোবর ২০২৫
গঠিত হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, বিপিএলের দায়িত্বে বুলবুল

সদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটি গঠন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিপিএল-সহ একাই রেখেছেন তিনটির দায়িত্ব।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিসিবিতে প্রথমবারের মতো সভা করেছে নব নির্বাচিত পরিচালনা পরিষদ। সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই সাজিয়েছেন দিয়েছেন সব কমিটি। একই সাথে দুই মাসের চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি।

প্রথামিকভাবে শুধু চেয়ারম্যানদের নাম ঘোষণার পাশাপাশি কমিটিগুলো বর্ধিত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে দায়িত্বে কারা

ওয়ার্কিং কমিটি- আমিনুল ইসলাম বুলবুল
ক্রিকেট পরিচালনা বিভাগ- নাজমূল আবেদীন (ফাহিম)
অর্থ কমিটি- এম নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান- আমজাদ হোসেন
ডিসিপ্লিনারি কমিটি- ফায়াজুর রহমান
গেম ডেভেলপমেন্ট- ইশতিয়াক সাদেক

টুর্নামেন্ট কমিটি- আহসান ইকবাল চৌধুরী
বয়সভিত্তিক (এজ গ্রুপ) ক্রিকেট- আসিফ আকবর
গ্রাউন্ডস কমিটি- আমিনুল ইসলাম বুলবুল, ভাইস চেয়ারম্যান- রাহাত সামস
ফ্যাসিলিটিজ কমিটি- শাহনিয়ান তানিম নাভিন

আম্পায়ার্স কমিটি- ইফতেখার রহমান
মার্কেটিং কমিটি- শাখাওয়াত হোসেন
মেডিক্যাল কমিটি- মনজুর আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি- আবুল বাশার, ভাইস চেয়ারম্যান- মো. হাসানুজ্জামান

মিডিয়া কমিটি- আমজাদ হোসেন
অডিট কমিটি- মুহাম্মদ মুখলেসুর রহমান
উইমেন’স উইং- আব্দুর রাজ্জাক
লজিস্টিকস কমিটি- ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

সিকিউরিটি- মেহেরাব আলম চৌধুরী
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস- আদনান রহমান দীপন, ভাইস চেয়ারম্যান- ফায়াজুর রহমান মিতু
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার্স কমিটি- জুলফিকার আলী খান
হাই পারফরম্যান্স- খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ টাইগার্স- রাহাত সামস
ওয়েলফেয়ার কমিটি- মোখছেদুল কামাল
বিপিএল গভর্নিং কাউন্সিল- আমিনুল ইসলাম বুলবুল, মেম্বার সেক্রেটারি- ইফতেখার রহমান মিঠু।


বিষয়ঃ

শেয়ার করুন :