উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার স্টোকস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৮ এপ্রিল ২০২০
উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার স্টোকস

ফাইল ছবি

টানা তিন বছর ধরে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাকের ‘লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এবার কোহলিকে টপকে ‘লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।

গত বছরের দুর্দান্ত পারফরম্যান্স স্টোকসকে এবার ‘লিডিং ক্রিকেটার’ নির্বাচিত করেছে। ২০০৫ সালের পর ইংলিশ কোনো ক্রিকেটার এই ধরনের স্বীকৃতি পেলেন। সর্বশেষটি পেয়েছিলেন আরেক ইংলিশ অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ। মেয়েদের ক্রিকেটে ‘লিডিং ক্রিকেটার’ নির্বাচিত হয়েছেন অস্ট্র্রলিয়ার নারী ক্রিকেটার এলিসা পেরি।

গত বছর দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ৯৮ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে প্রথমবারের মত শিরোপা জয়ের স্বাদের পথ তৈরি করেছিলেন স্টোকস। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার ও সুপার ওভার টাই হলে, সবচেয়ে বেশি বাউন্ডারি-ওভার বাউন্ডারির মারার সুবাদে শিরোপা ঘরে তুলে ইংলিশরা। ফাইনালের সেরা হয়েছিলেন স্টোকস।

বিশ্বকাপের পর অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্টে খেলেছেন সর্বকালের অন্যতম সেরা ১৩৫ রানের ঝকঝকে ইনিংস। তার অসাধারণ ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ১ উইকেটের জয় পায় ইংল্যান্ড। এছাড়াও গত বছর তিন ফরম্যাটে আরও কিছু ম্যাচ জয়ী ইনিংস রয়েছে স্টোকসের। ফলে এবার ‘লিডিং ক্রিকেটার’ নির্বাচিত হলেন স্টোকস।

sportsmail24

বুধবার(৮ এপ্রিল) উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাকের ১৫৭তম সংস্করণ প্রকাশ পেয়েছে। প্রচ্ছদে স্থান পেয়েছে বিশ্বকাপে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে ইংল্যান্ডের জস বাটলারের রান আউট করার মূর্হুর্তটি।

পাশাপাশি বর্ষসেরা ৫ ক্রিকেটারের নামও ঘোষণা করেছে উইজডেন। এই তালিকায় আছেন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের জোফরা আর্চার, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মার্নাস ল্যাবুশানে, দক্ষিণ আফ্রিকার সিমন হার্মার। টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের জন্য কোহলিদের স্লেজিং করে না স্মিথ-ওয়ার্নাররা

আইপিএলের জন্য কোহলিদের স্লেজিং করে না স্মিথ-ওয়ার্নাররা

আয়ে ভাটা, পুষিয়ে নেওয়ার সম্ভাবনা দেখছে বিসিবি

আয়ে ভাটা, পুষিয়ে নেওয়ার সম্ভাবনা দেখছে বিসিবি

বিশ্বকাপ না হলে অক্টোবর-নভেম্বরে আইপিএল!

বিশ্বকাপ না হলে অক্টোবর-নভেম্বরে আইপিএল!

নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী আইসিসি

নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী আইসিসি