টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিততে চায় অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০২০
টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিততে চায় অস্ট্রেলিয়া

বিশ্ব চ্যাম্পিয়ন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে সফরকারী অস্ট্রেলিয়া। করোনাকালে ইংল্যান্ড সফরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে জিততে চায় অজিরা। পক্ষান্তরে টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজেও অজিদের হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিক ইংলিশরা। ম্যানচেস্টারে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডেও জিততে চায় ইংল্যান্ড। দলের অধিনায়ক ইয়ান মরগান বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আমরা ভালো খেলেছি। ওয়ানডে সিরিজে ভালো খেলার ব্যাপারে আশাবাদী। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজটি আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। অস্ট্রেলিয়া ভালো দল। ওয়ানডে সিরিজ জিততেই তারা মাঠে নামবে। তবে আমরাও প্রস্তুত।’

এদিকে, ইনজুরি কাটিয়ে ইংল্যান্ড দলে ফিরেছেন ওপেনার জেসন রয়। সাইড স্ট্রেইনের কারণে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি রয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডের সিরিজের দলে সুযোগ না পেলেও রিজার্ভ স্কোয়াডে আছেন সদ্য টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠা ডেভিড মালান।

২০১৫ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল তারা। এরপর দু’বার ইংল্যান্ডের বিপক্ষে খেলে, দু’টি সিরিজই হারে অজিরা। এরমধ্যে ২০১৮ সালের জানুয়ারিতে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া। আর গত বিশ্বকাপের মঞ্চে দু’বারের দেখায়, একবার ম্যাচ জিতে অজিরা।

তবে ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের স্মৃতি রোমন্থন করে সর্তক অস্ট্রেলিয়া। দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, ‘নিজেদের কন্ডিশনে ইংল্যান্ড খুবই শক্তিশালী। সর্বশেষ সিরিজে সবগুলো ম্যাচই জিতেছে তারা। এরপর নিজেদের মাঠে বিশ্বকাপ জিতে নেয় তারা। র‌্যাংকিংয়ে শীর্ষেও রয়েছে তারা। ইংল্যান্ডের বিপক্ষে জিততে চাই, তবে আমাদের সেরাটা দিতে হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার

করোনা পরীক্ষায় পাস মিঠুন ও গিবসন

করোনা পরীক্ষায় পাস মিঠুন ও গিবসন

মেয়েদের আইপিএল চান ঝুলন গোস্বামী

মেয়েদের আইপিএল চান ঝুলন গোস্বামী

আইপিএলের থিম সং ‘চুরি’, আইনি পথে জনপ্রিয় ব়্যাপার

আইপিএলের থিম সং ‘চুরি’, আইনি পথে জনপ্রিয় ব়্যাপার