হৃদয়-তাসকিনদের সামনে এবার তামিম-মোস্তাফিজরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৭ এএম, ১৫ অক্টোবর ২০২০
হৃদয়-তাসকিনদের সামনে এবার তামিম-মোস্তাফিজরা

বিসিব প্রেসিডেন্ট’স কাপের উদ্বোধনী ম্যাচে চমক দেখিয়েছে নাজমুল একাদশ। ব্যাটে-বলে দুর্দান্ত খেলে মাহমুদুল্লাহদের চার উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে তারা। এবার মাহমুদউল্লাহ একাদশের কাছে নাস্তানাবুদ হওয়া তামিম একাদশ মুখোমুখি হচ্ছে নাজমুল একাদশের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বিসিবি প্রেসিডেন্ট’স কাপের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুখোমুখি হবে তামিম একাদশ ও নাজমুল একাদশ। প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ায় অনেকটা আত্মবিশ্বাসী নাজমুল একাদশ। অন্যদিকে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর এ ম্যাচে ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য তামিমদের।

করোনা পরবর্তী বিসিবির তিন দলের এ টুর্নামেন্টের রোববার (১১ অক্টোবর) প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশকে ৪ উইকেটে হারিয়ে দেয় নাজমুল একাদশ। আগে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহ একাদশকে ৪৭.৩ ওভারে ১৯৬ রানে অল-আউট করেন তাসকিনরা।

জবাবে তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুরের ১০৫ রানের জুটিতে ৪১.১ ওভারে জয় তুলে নেয় নাজমুল একাদশ। যদিও তাদের শুরুটাও বাজে ছিল। ৭৯ রানে ৫ উইকেট হারায়, যার মধ্যে সৌম্য, সাইফ, শান্ত ও মুশফিকুরের মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানরা ছিলেন।
sportsmail24
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (১৩ অক্টোবর) তামিম একাদশকে নাস্তানাবুদ করে প্রথম ম্যাচে হেরে যাওয়া মাহমুদউল্লাহ একাদশ। আগে ব্যাট করা তামিমদের মাত্র ১০৩ রানেই অল-আউট করেন রুবেল হোসেনরা।

তবে সেই ম্যাচেও ভালো শুরু করতে পারেনি মাহমুদউল্লাহরা। দলের রানের খাতা খোলার আগেই তিন উইকেট হারিয়ে বসে মাহমুদউল্লাহ একাদশ। পরে মমিনুল হক ও সোহানুর রহমান সোহানের ব্যাটে জয় পায় মাহমুদউল্লাহ একাদশ।

তিন দলের এ টুর্নামেন্টে নাজমুল-মাহমুদউল্লাহরা জয় পেলেও এখনো জয় বঞ্চিত তামিম একাদশ। ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচে তাই তামিমদের এখন একটাই, ঘুরে দাঁড়ানো। তবে ছেড়ে দেবেন না নাজমুল একাদশের ক্রিকেটাররাও।

নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বুধবার (১৫ অক্টোবর) কথা বলেন প্রথম ম্যাচে ৫২ রান করে ম্যাচ সেরা খেলোয়াড় তৌহিদুল আলম হৃদয়। তামিম একাদশকে সমীহ করে কথা বললেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
sportsmail24
হৃদয় বলেন, দলের সবই ভালো। আমাদের টিমে সবচেয়ে বেশি ভালো হলো ফিল্ডিং সাইড। সবাই অনেক অ্যাক্টিভ থাকে, সবাই মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করে। এছাড়া আমাদের টিমে আছে অভিজ্ঞ মুশফিকুর রহীম ভাই। উনি বাংলাদেশের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। উনি টিমে থাকা মানেই আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়া।

প্রথম ম্যাচে মুশফিক ভালো করতে না পারলেও দ্রুতই বড় ইনিংস খেলবেন বলে আশা করে তৌহিদুল হৃদয়। তামিম একাদশের বিরুদ্ধে ম্যাচ নিয়ে হৃদয় বলেন, এখানে প্রত্যেকটি ম্যাচ চ্যালেঞ্জিং ও কঠিন হবে। তামিম ভাইরা অনেক কঠিন দল। মোস্তাফিজ ভাইসহ বেশক’জন ভালো বোলার আছেন। তবে আমাদের ফোকাস পরিকল্পনা অনুযায়ী মাঠে তা বাস্তবায়ন করা। আগের ম্যাচে যে ভুলগুলো হয়েছে, বিশেষ করে টপ অর্ডারে, আগামী ম্যাচে সেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করব।

নাজমুল একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ড বাই : সুমন খান, সাদমান ইসলাম ও তানভীর ইসলাম।

তামিম একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি।

স্ট্যান্ডবাই : শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হৃদয়-শুক্কুরের ব্যাটে নাজমুল একাদশের জয়

হৃদয়-শুক্কুরের ব্যাটে নাজমুল একাদশের জয়

প্রথম ম্যাচেই হৃদয়-শুক্কুর-তাসকিন-রিশাদের বাজিমাত

প্রথম ম্যাচেই হৃদয়-শুক্কুর-তাসকিন-রিশাদের বাজিমাত

তামিমদের নাস্তানাবুদ করে মাহমুদউল্লাহদের জয়

তামিমদের নাস্তানাবুদ করে মাহমুদউল্লাহদের জয়

প্রেসিডেন্ট’স কাপের একাদশে ১২ ক্রিকেটার

প্রেসিডেন্ট’স কাপের একাদশে ১২ ক্রিকেটার