পাকিস্তানের কাছে সপ্তম হোয়াইটওয়াশের সামনে জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ এএম, ০৪ নভেম্বর ২০২০
পাকিস্তানের কাছে সপ্তম হোয়াইটওয়াশের সামনে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দু’ম্যাচ জিতে এগিয়ে রয়েছে স্বাগতিক পাকিস্তান। এখন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চায় স্বাগতিকরা। পক্ষান্তরে শেষ ম্যাচ জিতে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়াতে চায় সফরকারী জিম্বাবুয়ে।

রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টায়। এ ম্যাচে জয় পেলে তিন বা ততোধিক ওয়ানডে ম্যাচ সিরিজে সপ্তমবারের মতো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে পাকিস্তান।

সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৬ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৮১ রান করে পাকিস্তান। হারিস সোহেলের ৭১ ও ইমাম উল হকের ৫৮ রানের সুবাদে এ লড়াকু সংগ্রহ পায় তারা।

পাকিস্তানের ছুঁড়ে দেওয়া টার্গেটের জবাবটা ভালোই দিয়েছিল জিম্বাবুয়ে। সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলের সেঞ্চুরিতে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল তারা। তবে টেইলর ১১২ রানে থামলে জয় বঞ্চিত হয় জিম্বাবুয়ে। ২৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

প্রথম ম্যাচে লড়াই করতে পারলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের স্পিনার ইফতেখার আহমেদের ঘূর্ণিতে কুপোকাত হয় জিম্বাবুয়ে। ২০৬ রানে গুটিয়ে যায় তারা। ইফতেখার ৪০ রানে ৫ উইকেট নেন। ২০৭ রানের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি পাকিস্তানকে। ব্যাট হাতে অধিনায়কোচিত ইনিংস খেলেন বাবর আজম। ৭৪ বলে অপরাজিত ৭৭ রান করেন তিনি। ফলে সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান।

সিরিজ জয়ের পর এখন পাকিস্তানের লক্ষ্য জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা। পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের কণ্ঠেও শোনা গেল সে সুর। তিনি বলেছেন, ‘প্রথম দু’ম্যাচে আমরা ভালো খেলেছি। এ ধারাটা ধরে রাখতে চাই। হোয়াইটওয়াশ নিয়েও আমরা ভাবছি। ভালো খেলতে পারলে জয় আসবে। তখন হোয়াইটওয়াশও সম্ভব হবে।’

অন্যদিকে সিরিজ হারলেও হোঢাইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে চায় জিম্বাবুয়ে। দেশটির ওপেনার ব্রায়ান চারি জানিয়েছেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো খেলেছি। টেইলর দারুণ এক ইনিংস খেলেছে। দ্বিতীয় ম্যাচে আমরা তিন বিভাগেই ব্যর্থ হয়েছি। তবে তৃতীয় ম্যাচে ভালো খেলতে চাই। যাতে টি-টোয়েন্টির আগে, নিজেদের আত্মবিশ্বাসী করে তুলতে পারি।’

এদিকে ওয়ানডে ক্রিকেটে ৬১বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-জিম্বাবুয়ে। ৫৪বার জিতেছে পাকিস্তান, ৪বার জয় জিম্বাবুয়ের। ২০১৮ সালে জিম্বাবুয়ে সফরে গিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। আর ২০১১ সালে সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।

পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ফাখর জামান, আবদুল্লাহ শফিক, শাদাব খান, হায়দার আলি, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল হক, উসমান সিনওয়ারি, ইফতিখার আহমেদ, আবিদ আলি, হারিস রউফ, হারিস সোহেল, শাহিন শাহ আফ্রিদি, খুশদিল শাহ, ইমাদ ওয়াসিম, রোহাইল নাজির, উসমান কাদির, জাফর গওহর, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা এবং ওয়াহাব রিয়াজ।

জিম্বাবুয়ে দল
চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, ওয়েসলে মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুমবা, রিচমন্ড মুতুম্বামি, ব্রেসিং মুজারাবানি, এল্টন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামুই, রিচার্ড গারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুমবা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো এবং শন উইলিয়ামস।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো পাকিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো পাকিস্তান

বিশ্বরেকর্ড গড়লেন আম্পায়ার আলিম দার

বিশ্বরেকর্ড গড়লেন আম্পায়ার আলিম দার

মরা চেন্নাইয়ে মারা পড়লো পাঞ্জাব

মরা চেন্নাইয়ে মারা পড়লো পাঞ্জাব

পিএসএলে খেলতে তামিম-মাহমুদউল্লাহকে বিসিবির অনাপত্তিপত্র

পিএসএলে খেলতে তামিম-মাহমুদউল্লাহকে বিসিবির অনাপত্তিপত্র