বাংলাদেশের টস হার, একাদশে নেই মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৫ এএম, ১৭ জুলাই ২০২১
বাংলাদেশের টস হার, একাদশে নেই মোস্তাফিজ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ায় ব্যাট করছেন তামিম ইকবালরা।

সর্বশেষ শ্রীলঙ্কা সফরে খেলা ওপেনার মোহাম্মদ নাঈম শেখ বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন লিটন কমার দাস। এছাড়া ইনজুরির কারণে শঙ্কার থাকা মোস্তাফিজকেও প্রথম ম্যাচে রাখা হয়নি।

অন্যদিকে, জিম্বাবুয়ের ঘোষিত স্কোয়াডে সিকান্দার রাজা ডাক পেলেও প্রথম একাদশে জায়গা পাননি তিনি। একদশে দুইজনকে অভিষেক করিয়েছে জিম্বাবুয়ে।

আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। সিরিজ পুর্ববর্তী সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (১৫ জুলাই) অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন ইনজুরি আক্রান্ত মোস্তাফিজের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। তাই একাদশে নেই মোস্তাফিজ।

এছাড়াও সিরিজের মাঝপথে দেশে ফিরে আসা মুশফিকুর রহিম একাদশে নেই। তার পরিবর্তে উইকেটের পিছনে দাঁড়াবেন লিটন দাস। লিটনকে দলে সুযোগ দিতে একাদশ থেকে ছিটকে গেছেন নাঈম শেখ। তবে দলে আছেন মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে স্কোয়াড
ওয়েসলি মাধেব্রে, তিনাশে কামুনুকাম্ ,ব্রেন্ডন টেইলর, ডেয়ন মায়ার্স, টিমিসেন মারুম, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জোঙ্গে, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবারনি, রিচার্ড এনগারাভা

স্পোর্টসমেইল২৪/আরএস/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে মিশনে বাংলাদেশ, লক্ষ্য পূর্ণ ৩০ পয়েন্ট

ওয়ানডে মিশনে বাংলাদেশ, লক্ষ্য পূর্ণ ৩০ পয়েন্ট

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াডে তিন নতুন মুখ, নেতৃত্বে টেইলর

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াডে তিন নতুন মুখ, নেতৃত্বে টেইলর

টেস্টে উইকেট, ওয়ানডে স্কোয়াড নিয়ে জিম্বাবুয়ের ‘লুকোচুরি’

টেস্টে উইকেট, ওয়ানডে স্কোয়াড নিয়ে জিম্বাবুয়ের ‘লুকোচুরি’

প্রথম ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনা ৫০ শতাংশ

প্রথম ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনা ৫০ শতাংশ