টেস্টে উইকেট, ওয়ানডে স্কোয়াড নিয়ে জিম্বাবুয়ের ‘লুকোচুরি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৬ জুলাই ২০২১
টেস্টে উইকেট, ওয়ানডে স্কোয়াড নিয়ে জিম্বাবুয়ের ‘লুকোচুরি’

প্রস্তুতি ম্যাচের জিম্বাবুয়ের একাদশ, ছবি : জিম্বাবুয়ে ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট দলের সফরে মাঠের খেলার বাইরেও ‘লুকোচুরি’ খেলছে স্বাগতিক জিম্বাবুয়ে। টেস্ট সিরিজের একমাত্র ম্যাচের আগে উইকেট দেখানো নিয়ে লুকোচুরি করেছে স্বাগতিকরা। এবার ওয়ানডে সিরিজের আগে স্কোয়াড নিয়ে একই ঘটনা ঘটাচ্ছে তারা। সিরিজ শুরুর আগের দিনও স্কোয়াড জানায়নি জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের এমন কাণ্ড নিয়ে অবাক হয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবালও। বৃহস্পতিবার (১৫ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের সাংবাদিকের প্রশ্নেই ওঠে আসে তামিম ইকবালের অবাক বিষয়টি।

সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের এক সংবাদকর্মী জানতে চান, জিম্বাবুয়ের নতুন ক্রিকেটারদের নিয়ে তামিম ইকবালের মন্তব্য কী? উত্তর দেওয়ার আগে হেসে নেন তামিম ইকবাল। হেসে বলেন, ‘আমি এটা নিয়ে কী বলব, কাদের সঙ্গে খেলবো -এটাই তো জানি না!’

বিষয়টি অবাক করার মতো হলেও সত্য। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে শুক্রবার (১৬ জুলাই)। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্তও ওয়ানডে স্কোয়াড জানায়নি জিম্ববিুয়ে।

তামিম বলেন, ‘আমরা জানি না, কাদের সঙ্গে খেলতে যাচ্ছি। প্রথম বল হওয়ার ২৪ ঘণ্টারও কম সময় আছে। আমরা এখনও দল (জিম্বাবুয়ের) নিয়ে কিছু জানি না। এটা একটু আজব কাহিনী। আমার কাছেও একটু ভিন্ন মনে হচ্ছে।’
sportsmail24
স্কোয়াড ঘোষণা না করলেও ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। ছবি : বিসিবি

তিনি আরও বলেন, ‘সাধারণ এই সময়ে টিম মিটিং হয়…বোলিং মিটিং, ব্যাটিং মিটিং হয়। প্রতিপক্ষের দলই না জানলে কাদের নিয়ে মিটিং করবো। সেটাই বুঝতে পারছি না। অবাক করার মতো ব্যাপার।’

নিয়ম অনুযায়ী ১০ দিন আগে থেকে ক্রিকেটারদের টিম হোটেলে বায়ো-বাবলের মধ্যে থাকতে হয়। তবে সেটিও নাকি তামিম ইকবালের চোখে পড়েনি। বলেন, ‘যতদূর জানি, সিরিজে খেলতে হলে যেকোনো ক্রিকেটারকে টিম হোটেলে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আমি তো তাদেরকে দেখিনি এখনও এখানে।’

এর আগে টেস্ট ম্যাচের আগেও উইকেট দেখাতে দেরি করেছিল জিম্বাবুয়ে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মমিনুল হকও একই অভিযোগ করেছিলেন। যদিও পরে ম্যাচের আগের দিন কোচ এবং অধিনায়ক হারারের উইকেট দেখতে পেয়েছিল।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে বাংলাদেশ মাঠে নামবে শুক্রবার (১৬ জুলাই)। এরপর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ জুলাই। ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনা ৫০ শতাংশ

প্রথম ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনা ৫০ শতাংশ

ওয়ানডের প্রস্তুতি ম্যাচে টাইগারদের দাপুটে পারফরম্যান্স

ওয়ানডের প্রস্তুতি ম্যাচে টাইগারদের দাপুটে পারফরম্যান্স

দেশে ফিরছেন মুশফিক, খেলবেন না ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

দেশে ফিরছেন মুশফিক, খেলবেন না ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

ভিসা পেয়েও দুর্ভাগা রুবেল হোসেন

ভিসা পেয়েও দুর্ভাগা রুবেল হোসেন