ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটন দাসের সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১২ এএম, ১৭ জুলাই ২০২১
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটন দাসের সেঞ্চুরি

তামিম-সাকিবের ব্যর্থতার পর মিঠুন-মোসাদ্দেকও হতাশ করলেন। দলীয় ৭৪ রানেই নেই টপ-অর্ডারের চার ব্যাটসম্যান। তবে টাইগার ব্যাটসম্যানদের এমন যাওয়া-আসার মাঝে ধৈর্য্যশীলতার পরিচয় দিয়েছেন লিটন কুমার দাস। ফলশ্রুতিতে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে অধিনায়ক তামিম ইকবালের সাথে ব্যাট হাতে মাঠে নামেন লিটন দাস। লিটনকে একাদশে নেওয়ায় শ্রীলঙ্কা সফরে খেলা ওপেনার মোহাম্মদ নাঈম শেখ বাদ পড়েন।

ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় খাতায় কোন রান যোগ হওয়ার আগেই ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরেন তামিম ইকবাল। টাইগারদের ড্যাশিং ওপেনার খ্যাত তামিম ইকবাল গড়েন শূন্য হাতে সাজঘরে ফেরার লজ্জার রেকর্ড

তামিম চলে যাওয়ার পর লিটনের সাথে বড় জুটি গড়তে পারেননি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসানও। ২৫ বলে ৩ চারে ১৯ রান করে সাকিব সাজঘরে ফিরলে ৩২ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মোহাম্মদ মিঠুন ১৯ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ৫ রানে ফিরলে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

টপ-অর্ডারের চার ব্যাটসম্যানের এমন যাওয়া-আসার মাঝে বেশ সতর্কতার সাথে ধৈর্য্য ধরে ব্যাটিং করেন লিটন দাস। পঞ্চম উইকেট ‍জুটি মাহমুদউল্লাহ রিয়াদের সাথে বড় পার্টনারশিপ পায় বাংলাদেশ। রিয়াদের সাথে ৯৩ রানের জুটি গড়নে লিটন।

দলীয় ১৬৭ রানে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫২ বলে তার এই ইনিংসে একটি মাত্র ছয়ের মার ছিল। মাহমুদউল্লাহ ফেরার পরপরই সেঞ্চুরি তুলে নেন লিটন। ব্যাট হাতে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকাতে বল খেলেন ১১০টি।

প্রথম দিকে বল-রানের বেশি থাকলেও মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ৯৩ রানের পার্টনাশিপের সময় বেশি ব্যবধান কমিয়ে নেন লিটন। সেঞ্চুরি পথে ৮টা চার মারেন তিনি। তবে ছিল না কোন ছক্কার মার।

ধৈর্য্যশীল ইনিংস খেলে সেঞ্চুরি হাঁকানোর পর অবশ্য বেশিদূর যেতে পারেননি লিটন। সেঞ্চুরির পর বাকি চার বলে মাত্র ২ রান যোগ করতে পেরেছেন। ১১৪ বলে ১০২ রানে সাজঘরে ফিরেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে লিটন দাসের প্রথম সেঞ্চুরি ছিল ২০১৮ সালে, দুবাইয়ে ভারতের বিপক্ষে। এরপর বাকি দুটি সেঞ্চুরি আসে এই জিম্বাবুয়ের বিপক্ষেই।

২০২০ সালের মার্চে সিলেটে তিন ম্যাচ সিরিজের দুটিতেই সেঞ্চুরি হাঁকান তিনি। প্রথম ম্যাচে ১২৬ রানে অপরাজিত ছিলেন। এছাড়া সিরিজের তৃতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংস খেলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে মিশনে বাংলাদেশ, লক্ষ্য পূর্ণ ৩০ পয়েন্ট

ওয়ানডে মিশনে বাংলাদেশ, লক্ষ্য পূর্ণ ৩০ পয়েন্ট

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াডে তিন নতুন মুখ, নেতৃত্বে টেইলর

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াডে তিন নতুন মুখ, নেতৃত্বে টেইলর

টেস্ট র‍্যাঙ্কিংয়ে রিয়াদ-লিটনের উন্নিত

টেস্ট র‍্যাঙ্কিংয়ে রিয়াদ-লিটনের উন্নিত

মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল

মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল