টেস্ট র‍্যাঙ্কিংয়ে রিয়াদ-লিটনের উন্নিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৫ এএম, ১৫ জুলাই ২০২১
টেস্ট র‍্যাঙ্কিংয়ে রিয়াদ-লিটনের উন্নিত

হারারে টেস্টে বড় ব্যবধানের জয়ের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের উন্নতি করেছে বাংলাদেশি ক্রিকেটাররা। নিজের ‘বিদায়ী টেস্টে’ ১৫০ রানের ইনিংস খেলায় র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন লিটন কুমার দাস।

দীর্ঘ দিন পর টেস্টে সুযোগ পেয়েও জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যারিয়ার সেরো এ ইনিংসের ফলে এক লাফে ১৯ ধাপ এগিয়ে তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদের  বর্তমান টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৪৪তম স্থানে রয়েছেন। অন্যদিকে, দলের বিপর্যয়ে ৯৫ রানের ইনিংস খেলা লিটন দাসও এগিয়েছেন র‍্যাঙ্কিংয়ে। ১৫ ধাপ এগিয়ে লিটনের বর্তমানে অবস্থান ৫৫তম।

জিম্বাবুয়ে-বাংলাদেশের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ শেষে আইসিসি টেস্ট র‌্যাংকিং হালনাগাদ করেছে।

সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে বোলারদের মধ্যে উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ। র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে বর্তমানে ২৪তম স্থানে আছেন তিনি।

এছাড়া দল হারলেও নিজের পারফর্মেন্সের স্বমহিমায় উদ্ভাসিত ছিলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। হারারে টেস্টের দুই ইনিংসে ৮১ এবং ৯২ রানের দুইটি ইনিংস খেলেছিলেন তিনি।

দুর্দান্ত পারফর্মেন্সের পুরষ্কার স্বরুপ র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ২৮তম স্থানে অবস্থান করছেন টেইলর। এছাড়াও জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ব্লেসিং মুজারাবানি ৬ ধাপ এগিয়ে ৪৫তম এবং ডোনাল্ড তিরিপানো ৩ ধাপ এগিয়ে ৭৬তম স্থানে উঠে এসেছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে ফিরছেন মুশফিক, খেলবেন না ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

দেশে ফিরছেন মুশফিক, খেলবেন না ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

মুশফিকের বাবা-মা করোনা আক্রান্ত, আনা হচ্ছে ঢাকায়

মুশফিকের বাবা-মা করোনা আক্রান্ত, আনা হচ্ছে ঢাকায়

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ শক্তির ইংল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ শক্তির ইংল্যান্ড

প্রশ্নবিদ্ধ রয় কায়ার বোলিং অ্যাকশন

প্রশ্নবিদ্ধ রয় কায়ার বোলিং অ্যাকশন