আইসিসি বর্ষসেরা ওডিআই ক্রিকেটার মনোনয়নে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
আইসিসি বর্ষসেরা ওডিআই ক্রিকেটার মনোনয়নে সাকিব

ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের ২০২১ সালের আইসিসির বর্ষসেরা পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও এ তালিকায় রয়েছেন পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতি বছরই ক্রিকেটারদের পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করে থাকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের তিন সংস্করণেই দেওয়া হয় এ পুরষ্কার।

২০২১ সালে এই পুরষ্কারের জন্য ওয়ানডে ফরম্যাটে বর্ষসেরা ক্যাটাগরিতে মনোনয়ন হওয়া তিনজনেরই ব্যাট বল হাতে দারুণ এক বছর কেটেছে। নিজ দেশের হয়ে পারফর্ম করেছেন তিনজনই।

শেষ হতে চলা ২০২১ সালে সব মিলিয়ে মোট ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ৩৯ দশমিক ৫৭ গড়ে তার ব্যাট থেকে এসেছে ২৭৭ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭টি উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সই সাকিবকে নিয়ে গেছে সেরার তালিকায়।

বাকিদের তিনজননের মধ্যে পাকিস্তানের বাবর আজম ২০২১ সালে ওয়ানডে খেলেছে মাত্র ৬টি। তাতে ৫৭ দশমিক ৫০ গড়ে রান করেছেন ৪০৫। এর মাঝে তার ব্যাট থেকে এসেছে দুটি শতকের ইনিংস।

রান করার দিক দিয়ে সাকিব-বাবরের দিক থেকে এগিয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার জানেমান মালান। ৮ ম্যাচে ৮৪ দশমিক ৮৩ গড়ে তিনি করেছেন ৫০৯ রান। যেখানে সেঞ্চুরি রয়েছে দু’টি।

সেরাদের তালিকায় চমপ্রদ যে নামটি সেটি হলো আয়ারল্যান্ডের তারকা ক্রিকেতার পল স্টার্লিং। ১৪ ম্যাচে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরিতে ৭৯ দশমিক ৬৬ গড়ে তিনি করেছেন ৭০৫ রান।

২০২২ সালের ১৭ ও ১৮ জানুয়ারি আইসিসি বর্ষসেরা পুরস্কারের চূড়ান্ত ফলাফল ও তিন ফরম্যাটে বর্ষসেরা দল ঘোষণা করবে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌঁড়ে রুট-অশ্বিন-করুনারত্নে ও জেমিসন

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌঁড়ে রুট-অশ্বিন-করুনারত্নে ও জেমিসন

রুটকে হটিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে লাবুশেন

রুটকে হটিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে লাবুশেন

বিসিসিআইয়ের পরিবর্তে ভারতকে কর দিবে আইসিসি

বিসিসিআইয়ের পরিবর্তে ভারতকে কর দিবে আইসিসি

ওয়ানডে বিশ্বকাপ নিয়মে বদল আনলো আইসিসি

ওয়ানডে বিশ্বকাপ নিয়মে বদল আনলো আইসিসি