দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত ওয়াশিংটন সুন্দর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১১ জানুয়ারি ২০২২
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত ওয়াশিংটন সুন্দর

চারদিকের করোনার আঘাত এবার ছড়িয়ে পড়লো ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেও। যার জের ধরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দরের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট শেষেই শুরু হবে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ উপলক্ষ্যে ভারতের ওয়ানডে স্কোয়াডের অন্যদের সাথে কেপ টাউনের উদ্দেশ্য যাত্রা করার কথা ছিলো সুন্দরের। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় দলে সাথে যাওয়া হচ্ছে না তার।

নিষিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে সুন্দরের ক্যারিয়ার প্রায় ১০ মাস থমকে ছিল। এরপর সেটা শুধরে ফিরলেও তাকে ঘিরে ধরে ইনজুরি। সব কাটিয়ে বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে ভালো করে আবারও দলে ডাক পেয়েছিলেন এই স্পিনার। তবে সেটাও সুখকর হলো না তার জন্য।

সুন্দরের করোনা আক্রান্তের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক বিশ্বস্ত সূত্র জানায়, কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন সুন্দর। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে তাকে দলের সাথে দক্ষিণ আফ্রিকা পাঠানো হবে না। তার বিকল্প হিসাবে দলে আছেন অফস্পিনার রবিচন্দ্রন আশ্বিন এবং লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।

১৯ জানুয়ারি (বুধবার) পার্লে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজের শুরু করবে ভারত। একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। দুইদিন পর ২৩ জানুয়ারি কেপটাউনে তৃতীয় ওয়ানডে দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করবে ভারত।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে নিয়ে চারদলীয় টুর্নামেন্ট আয়োজনে প্রস্তাব দেবে পাকিস্তান

ভারতকে নিয়ে চারদলীয় টুর্নামেন্ট আয়োজনে প্রস্তাব দেবে পাকিস্তান

আইপিএল নিয়ে আবারও চিন্তিত বিসিসিআই, দৃষ্টি মহারাষ্ট্রে

আইপিএল নিয়ে আবারও চিন্তিত বিসিসিআই, দৃষ্টি মহারাষ্ট্রে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে নেই রোহিত, অধিনায়ক রাহুল

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে নেই রোহিত, অধিনায়ক রাহুল