ভারতকে নিয়ে চারদলীয় টুর্নামেন্ট আয়োজনে প্রস্তাব দেবে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১১ জানুয়ারি ২০২২
ভারতকে নিয়ে চারদলীয় টুর্নামেন্ট আয়োজনে প্রস্তাব দেবে পাকিস্তান

শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানের ক্রিকেট একপ্রকার নির্বাসনে রয়েছে। নিরাপত্তাজনিত কারণে কোন দলই পাকিস্তানে ম্যাচ খেলতে খুব একটা আগ্রহ দেখায় না। আর পাকিস্তানের সাথে ভারতের ‘দা-কুমড়ো’ সম্পর্ক তো বেশ আগে থেকেই।

সব মিলিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার থমকেই আছে বলা যায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান হয়ে আসার পর থেকেই চেষ্টা করছেন পাকিস্তান ক্রিকেটের পুরনো রূপ ফিরিয়ে আনতে।

তার ধারায় এবার বিশ্ব ক্রিকেটের চার দলকে নিয়ে ‘চারদলীয়’ টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিসিকে প্রস্তাব পাঠাবে তারা। এই চার দলের মধ্যে পাকিস্তান ছাড়াও আছে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার খেলাধুলাভিত্তিক এক গণমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে পাকিস্তানের একটি গণমাধ্যম। আইসিসির পরবর্তী আলোচনা সভায় এই চারদলীয় সিরিজটির ব্যাপারে কথা বলবেন রমিজ রাজা।

তিনি বলেন, ‘এটা এখনই হতে যাচ্ছে না। তবে কে জানে হতেও পারে। আমি এফটিপির বাইরে গিয়ে ছয়দলীয় রাগবি টুর্নামেন্টের আদলে চারদলীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করবো। যেখানে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড চার দেশ থেকে প্রতিনিধিত্ব করবে। যদি একবার শুরু করা যায় তবে প্রতি বছর থেকেই এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমি প্রস্তাবটা করবো করবোই।’

রমিজ রাজা বোর্ড চেয়ারম্যান হয়েই পাকিস্তান ক্রিকেটের কথা চিন্তা করে ২০২১ সালে অস্ট্রেলিয়াকে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে রাজি হয়ে ২০২২ সালের মার্চের শুরুতে তিন টেস্ট, তিন ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে আসবে অজিরা। সব ঠিকঠাক থাকলে ১৯৯৮ সালের পর দ্বিতীয়বার পাকিস্তান আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিক্সিং করতে ওয়ার্নকে দেড় কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন সেলিম মালিক!

ফিক্সিং করতে ওয়ার্নকে দেড় কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন সেলিম মালিক!

বাবর আজমের অর্জনে বাবার আনন্দঘন স্ট্যাটাস

বাবর আজমের অর্জনে বাবার আনন্দঘন স্ট্যাটাস

হাফিজের অবসর নিয়ে মুখ খুললেন শহীদ আফ্রিদি

হাফিজের অবসর নিয়ে মুখ খুললেন শহীদ আফ্রিদি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হাফিজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হাফিজ