একদিনের ক্রিকেটে সাকিবের ৭ হাজার রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৮ মার্চ ২০২৩
একদিনের ক্রিকেটে সাকিবের ৭ হাজার রান

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ২২৭ ওয়ানডের ২১৫ ইনিংসে ৬৯৭৬ রান করেছিলেন সাকিব। ২৪ রান দূরে থেকে প্রথম ওয়ানডে খেলতে নামেন তিনি।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ২০তম ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। এ ফরম্যাটে ৩শ উইকেটও আছে এই অলরাউন্ডারের।

২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় সাকিবের। ইতিমধ্যে ৯টি সেঞ্চুরি ও ৫২টি হাফ-সেঞ্চুরির মালিক তিনি।

বাংলাদেশের জার্সি গায়ে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান স্পর্শ করেন তামিম। ২৩৫ ম্যাচের ২৩৩ ইনিংসে ৮১৪৬ রান আছে তামিমের।

ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দিনে মাত্র ৭ রানের জন্য ক্যারিয়ারে আরও একটি সেঞ্চুরি যোগ হলো না সাকিবের। ৮৯ বলে ৯৩ রানে আউট হয়েছেন তিনি। তার এ ইনিংসে ৯টি চারের মার ছিল।

ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসান এখন পর্যন্ত ব্যাট হাতে ৯টি সেঞ্চুরি এবং ৫৩টি অর্ধশত (আজকের ম্যাচসহ) রানের ইনিংস খেলেছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

২২ ধাপ এগিয়েছেন শান্ত, লিটনের অগ্রগতি ১২ ধাপ

২২ ধাপ এগিয়েছেন শান্ত, লিটনের অগ্রগতি ১২ ধাপ

ভাবেনি ম্যাচ জিতবো, আমরা অসাধারণ করেছি : সাকিব

ভাবেনি ম্যাচ জিতবো, আমরা অসাধারণ করেছি : সাকিব

মাশরাফিকে পেছনে ফেললেন সাকিব

মাশরাফিকে পেছনে ফেললেন সাকিব

সাকিবের অপরাজিত ‘৪০০’

সাকিবের অপরাজিত ‘৪০০’