শারমিন আকতার ও স্বর্ণা আকতারের জোড়া হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩২ রানের বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে ম্যাচটিতে জয় পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। উত্তেজনাকর ম্যাচে শেষ ওভারে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ।
সোমবার (১৩ অক্টোবর) বিশ্বকাপের ১৪তম এবং নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে এ সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। তবে জবাবে মারিজান ক্যাপ ও ক্লো ট্রায়নের জোড়া ফিফটির পর নাদিন ডি ক্লার্কের দায়িত্বশীল ব্যাটিং ৩ উইকেটে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশকে হারানোর মধ্যদিয়ে চলমান বিশ্বকাপে খেলা চার ম্যাচের মধ্যে টানা তৃতীয় জয় তুলে নিলো দক্ষিণ আফ্রিকার মেয়েরা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও এরপর নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে জয় পেয়েছে তারা।
টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, টানা তিন পরাজয়ে ২ পয়েন্ট অর্জন করা বাংলাদেশ টেবিলের ৬ নম্বরেই রয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করা বাংলাদেশ ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে।
ভারতের বিশাখাপত্তমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাবধানে খেলে উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৫৩ রান যোগ করে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন ফারজানা হক ও রুবাইয়া হায়দার।
১৭তম ওভারে ২ বাউন্ডারিতে ৫২ বলে ২৫ রান করা রুবাইয়া সাজঘরে ফিরেন। এরপর ২৫তম ওভারে বিদায় নেন ফারজানা (৩০)। ৭৩ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন শারমিন আকতার ও জ্যোতি।
৪১তম ওভারের শুরুতে জ্যোতি (৩২) বিদায় নেওয়ার পর ক্যারিয়ারের ৫০তম ওয়ানডেতে নবম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শারমিন। অর্ধশতক করেই আউট হন তিনি।
এরপর ৪৩তম ওভারের তৃতীয় বলে দলীয় ১৬৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে শারমিন ফেরার পর বাংলাদেশের রান দ্রুত ঘুরিয়েছেন পাঁচ নম্বরে ব্যাট হাতে নামা স্বর্ণা আকতার। শেষ দিকে স্বর্ণার সাথে তাল মিলিয়েছেন রিতু মনি।
সপ্তম উইকেটে স্বর্ণা ও রিতুর ১৮ বলে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। ৩৪ বলে ওয়ানডেতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে অপরাজিত ছিলেন স্বর্ণা। তার ৩৫ বলের ইনিংসে ৩টি করে চার-ছক্কা ছিল। আর ৩ বাউন্ডারিতে ৮ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন রিতু।
দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেকো মালাবা ২ উইকেট নেন।
