হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ পিএম, ১৯ মে ২০১৯
হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

ছবি : গেটি ইমেজ

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের কাছে সিরিজ হারের পর এবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে বৃষ্টিতে এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৪-০তে হোয়াইটওয়াশ হলো সরফরাজের পাকিস্তান।

টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করে স্বাগতিক ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে পাকিস্তান।

এ ম্যাচে ৫৪ রানের হারের পাশাপাশি ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের স্বাদ পেল পাকিস্তান। এর আগে ৩-০ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল ইংল্যান্ড। 

রোববার (১৯ মে) সিরিজের শেষ ম্যাচে দলপতি ইয়ান মরগানের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৩ রান যোগ করেন জেমস ভিন্স (৩৩) ও জনি বেয়ারস্টো (৩২)। ৮ম ওভারে ফেরেন ভিন্স এবং তার চার ওভার পর আউট হন বেয়ারস্টো।

তৃতীয় উইকেট জুটিতে জো রুট ও অধিনায়ক ইয়ান মরগান ১১৭ রান যোগ করেন। ৪ চার ও ৫ ছয়ে ৭৬ রান করেন মরগান। অন্যদিকে সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে আউট হন জো রুট। মরগান ও রুটের পর ৩৪ রানে জস বাটলার ও শূন্য রানে ফেরেন মইন আলি।

তবে ইংল্যান্ডের রানের চাকা সচল রাখে বাকি ব্যাটসম্যানরা। স্টোকসের ২১, ওকসের ১৩, উইলির ১৪ ও টম কারেনের অপরাজিত ২৯ রানে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩৫১ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড।

পাকিস্তানের পক্ষে ৪ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া ইমাদ ওয়াসিম ৩টি এবং ১ টি করে উইকেট নেন হাসান আলি ও মোহাম্মদ হাসনাইন।

৩৫২ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে শুরুতে ভালো করতে পারেনি পাকিস্তান। ব্যাট হাতে তিনে নামা বাবর আজমের ৮৩ বলে ৮০ রান এবং অধিনায়ক সরফরাজের ৮০ বলে ৯৭ রানের ভালো কিছুর আশা করলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।

বাবার আজম-সরফরাজ ছাড়া বাকে কেউ আর ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শেষ দিকের দু’জন শাহেন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা আর যথেষ্ট ছিল না।শেষ পর্যন্ত ৪৬ ওভার ৫ বলে ২৯৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের বোলার ক্রিস ওকস। ১০ ওভার বল করে ৫৪ রান দিয়ে তুলে নিয়েছে পাকিস্তানের ৫ ব্যাটসম্যানকে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডকে ‘হট ফেবারিট’ বলছেন অস্ট্রেলিয়ার কোচ

ইংল্যান্ডকে ‘হট ফেবারিট’ বলছেন অস্ট্রেলিয়ার কোচ

এক ম্যাচ বাকি রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

এক ম্যাচ বাকি রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

বাংলাদেশকে ফেবারিট মানছেন রমিজ রাজা

বাংলাদেশকে ফেবারিট মানছেন রমিজ রাজা

নিষেধাজ্ঞার সঙ্গে মরগানকে জরিমানা করলো আইসিসি

নিষেধাজ্ঞার সঙ্গে মরগানকে জরিমানা করলো আইসিসি