টেস্ট ক্রিকেটই আসল : গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৪ জুন ২০২০
টেস্ট ক্রিকেটই আসল : গেইল

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে টেস্ট ক্রিকেটই আসল খেলা এবং চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনলাইন শো ‘ওপেন নেটসে’ এমন মন্তব্য করেন তিনি।

১৯৯৯ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন গেইল। পরের বছর টেস্টে অভিষেক হয় তার। আর ২০০৬ সালে টি-টোয়েন্টি দিয়ে ছোট ফরম্যাট শুরু করেন তিনি। তবে বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যানের খেতাবটা গেইলের।

২০ ওভারের ক্রিকেটের জন্য নিজেকে ‘ইউনিভার্স বস’ হিসেবে মনেও করেন তিনি, মনে করাটাও স্বাভাবিক। কারণ, ৪০৪ ম্যাচ খেলে ২২টি সেঞ্চুরি ও ৮২টি হাফ-সেঞ্চুরিতে ১৩ হাজার ২৯৬ রান করেছেন গেইল। অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি গেইল। ৫৮ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে ১ হাজার ৬২৭ রান আছে তার।

তারপরও এই যুগে টেস্ট ক্রিকেটকেই আসল ও চ্যালেঞ্জিং বলছেন গেইল। এই ফরম্যাটে ১০৩টি ম্যাচে ১৫টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ-সেঞ্চুরিতে ৭ হাজার ২১৪ রান করেছেন গেইল। দু’টি ট্রিপল সেঞ্চুরিও আছে তার।

২০০৫ সালে সেন্ট জোন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১৭ ও ২০১০ সালে গল-এ শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩৩ রানের নান্দনিক ইনিংস খেলেন গেইল। ২০১৪ সালে সর্বশেষ টেস্ট খেলেন গেইল। টেস্ট ক্রিকেটকে এখনো মিস করেন সেভাবে। যা তার জীবন গঠনে বড় সহায়ক হিসেবে কাজ করেছে।

ওপেন নেটস অনুষ্ঠানের সঞ্চালক ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সাথে অনলাইন আড্ডায় গেইল বলেন, ‘টেস্ট ক্রিকেট হলো এই খেলাটার শেষ কথা। কীভাবে জীবনযাপন করতে হবে, তা টেস্ট ক্রিকেট খেলে বুঝতে পারার সুযোগ পাওয়া যায়। কারণ, পাঁচদিন টেস্ট খেলাটা খুবই কঠিন এক কাজ। এই ফরম্যাটে অনেক পরীক্ষা দিতে হয়। এখানে সব কাজ নিয়ম মেনে করতে হয়। নিয়মের বাইরে কিছু করার উপায় থাকে না। আপনার আশে-পাশে পরিবেশ বিপক্ষে চলে গেলেও, কীভাবে ঘুঁরে দাঁড়াতে হয় সেটির শিক্ষাও দেবে টেস্ট ক্রিকেট।’

ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার প্রধান ও একমাত্র মাধ্যম টেস্ট ফরম্যাট বলে মনে করেন গেইল। ক্রিকেট শেখার সবচেয়ে ভালো উপায়ও হলো, টেস্ট ফরম্যাট বলে জানান গেইল। বলেন, ‘টেস্ট ক্রিকেটে নিজের দক্ষতা ও মানসিক দৃঢ়তার পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে। তবে এখানে নিজেকে উজাড় করে দিতে হবে এবং অনেক বেশি উপভোগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটের মাধ্যমে অনেক কিছু দেখার বা শেখার উপায়ও তৈরি হবে। জীবনকে নতুনভাবে জানাও যাবে। আমি টেস্ট ক্রিকেট থেকে শিখতে পেরেছি, কোন কিছু নিজের মনের মত না হলেও হাল ছাড়া যাবে না। কারণ, আরেকটি সুযোগ আসবেই। তাই ক্রিকেটার হতে হলে, কখনো হাল ছাড়া যাবে না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএল খেলছে না ক্রিস গেইল

সিপিএল খেলছে না ক্রিস গেইল

বর্ণবিদ্বেষ ক্রিকেটেও আছে: গেইল

বর্ণবিদ্বেষ ক্রিকেটেও আছে: গেইল

যতই দিন যাচ্ছে আরও তরুণ হচ্ছি : ক্রিস গেইল

যতই দিন যাচ্ছে আরও তরুণ হচ্ছি : ক্রিস গেইল

মানুষ অতীত ভুলে যায়, গেইলের আক্ষেপ

মানুষ অতীত ভুলে যায়, গেইলের আক্ষেপ