ভারত-অস্ট্রেলিয়া টেস্টে মাঠে ফিরছে দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৫ এএম, ৩১ অক্টোবর ২০২০
ভারত-অস্ট্রেলিয়া টেস্টে মাঠে ফিরছে দর্শক

ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে চলতি বছরের মার্চ মাস থেকে বন্ধ হয়ে যায় ক্রিকেট। তিন মাস পর জুলাইয়ে ইংল্যান্ডের মাঠ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছে। তবে এখন পর্যন্ত যেক’টি সিরিজ হয়েছে সবড়ুলোই রুদ্ধদার স্টেডিয়ামে।

করোনা পরবর্তী অস্ট্রেলিয়া সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারত। এদিকে ভারতে সফরে অস্ট্রেলিয়া শুধু নিজ মাঠে ক্রিকেট ফেরাচ্ছে তা নয়, ডিসেম্বরে টেস্ট সিরিজ দিয়ে মাঠেও দর্শক ফেরানো হচ্ছে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের বক্সিং ডে টেস্ট গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমিরা।

২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে, যা বক্সিং-ডে টেস্ট। এ টেস্টে ২৫ হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিযেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। স্টেডিয়ামটির ধারণক্ষমতার (১ লাখ) চার ভাগের এক ভাগ ২৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি পাচ্ছে।

টেস্ট সিরিজের আগে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। ২৭ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর টি-টোয়েন্টি এবং সর্বশেষ চারটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে তারা।

পূর্ণাঙ্গ এ সিরিজ উপলক্ষে ইতোমধ্যে নিজ নিজ স্কোয়াড ঘোষণা করেছে ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। করোনার কারণে আইপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব-আমিরাতে। টুর্নামেন্ট শেষে দেশে না ফিরে সেখান থেকেই অস্ট্রেলিয়া সফরে যাবেন কোহলিরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট খেলোয়াড় তৈরি করতে চান র‌্যাডফোর্ড

টেস্ট খেলোয়াড় তৈরি করতে চান র‌্যাডফোর্ড

ভারত সিরিজে অস্ট্রেলিয়া দলে ক্যামেরন গ্রীন

ভারত সিরিজে অস্ট্রেলিয়া দলে ক্যামেরন গ্রীন

ভারতের সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ভারতের সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সফরে ভারতের দল ঘোষণা, নেই রোহিত শর্মা

অস্ট্রেলিয়া সফরে ভারতের দল ঘোষণা, নেই রোহিত শর্মা