সাকিবকে কতটা মিস করেছেন মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৩ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১
সাকিবকে কতটা মিস করেছেন মমিনুল

ছবি : বিসিবি

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনক হারের ম্যাচে পুরোটা সময় খেলতে পারেননি দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবসহ চারজন স্পিনার নিয়ে বোলিং অ্যাটাক সাজালেও দ্বিতীয় ইনিংসে বোলিং-ব্যাটিংয়ে তাকে পায়নি বাংলাদেশ। সাকিব বিহীন বাংলাদেশের বোলিং লাইন-আপকে দক্ষতার সাথে সামাল দিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন অভিষিক্ত কাইল মায়ার্স।

ম্যাচের প্রথম ইনিংসে মিরাজ-তাইজুল-নাঈম মিলে ৬ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে পিচের সুবিধা নিতে পারেনি বাংলাদেশের স্পিনাররা। প্রথম ইনিংসে মাত্র ৬ ওভার বল করার পরই ছিটকে যান সাকিব। সে সময় এক মেডেনে ১৬ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের এ টেস্ট জয়ের পেছনে পুরো অবদান এ ম্যাচেই অভিষেক হওয়া কাইল মায়ার্সের। ৩১০ বলে ২০ বাউন্ডারি ও ৭ ওভার বাউন্ডারিতে অপরাজিত ২১০ রান করেছেন তিনি। সাকিব বিহীন বাংলাদেশের বোলিং লাইন-আপকে দক্ষতার সাথে সামাল দিয়েছেন মায়ার্স।
sportsmail24
বিরতির সময় উইকেট পরিদর্শন এবং কথা বলেন সাকিব

দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসানকে কতটা মিস করেছে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক মমিনুল হকের মতে, পঞ্চম দিন সিনিয়র খেলোয়াড় হিসেবে সাকিবের বোলিং ও তার দিক নির্দেশনা মিস করেছেন।

মমিনুল বলেন, ‘যদি সাকিব ভাই থাকতেন, তবে পিচের সুবিধা ভালোভাবে নিতে পারতেন তিনি। যেহেতু তিনি দলের একজন সিনিয়র খেলোয়াড়, তাই পরিস্থিতি সামাল দিতে পারতেন। আমি তাকে মিস করেছি, বিশেষভাবে পঞ্চম দিনের বোলিংয়ে।’
sportsmail24

তিনি বলেন, ‘এই প্রথম আমার অধিনায়কত্বে সাকিব ভাই কোন টেস্ট খেলতে নেমেছিলেন। কিন্তু অতীতে সাকিবের অনুপস্থিতি সত্ত্বেও আমাদের স্পিনার- তাইজুল, মিরাজরা ভালো করেছে। আমাদের দারুণ বোলিং আক্রমণ রয়েছে, যদি আমরা শক্ত লাইন-লেন্থে বোলিং করতে পারতাম তবে আমরা ভালো করতাম।’

বাংলাদেশ টেস্ট দলনেতা বলেন, ‘তারা (মিরাজ-তাইজুল-নাঈম) সত্যিই ভালো বোলার এবং বাংলাদেশের হয়ে ম্যাচ জিতিয়েছে। কিন্তু দুভার্গ্যজনকভাবে আজ আমরা সঠিক লাইন-লেন্থে বল করতে পারিনি এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারিনি।’

প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রান ও ৬ ওভার বল করলেও দ্বিতীয় দিন উরুর ইনজুরিতে পড়ায় টেস্টের বাকি অংশে আর মাঠে নামেননি সাকিব। তৃতীয় দিন থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। তবে মাঠের মাঠের বাইরে থাকলেও সাকিব নানা সময় পরামর্শ দিয়েছেন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ‘একাদশে’ সাকিব

আইপিএলের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ‘একাদশে’ সাকিব

অবিশ্বাস্য, আশা করিনি এমন কিছু হবে : মমিনুল

অবিশ্বাস্য, আশা করিনি এমন কিছু হবে : মমিনুল

অভিষিক্ত মায়ার্সের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

অভিষিক্ত মায়ার্সের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

টেস্ট অভিষেকে ডাবল-সেঞ্চুরি, মায়ার্সের যত রেকর্ড

টেস্ট অভিষেকে ডাবল-সেঞ্চুরি, মায়ার্সের যত রেকর্ড