মুশফিকের বাবা-মা করোনা আক্রান্ত, আনা হচ্ছে ঢাকায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৫ জুলাই ২০২১
মুশফিকের বাবা-মা করোনা আক্রান্ত, আনা হচ্ছে ঢাকায়

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব এবং মা রহিম খাতুন করোনায় আক্রান্ত হয়েছে। দুইজনকেই জরুরী ভিত্তিতে ঢাকায় আনা হচ্ছে। বিসিবি নির্ভরযোগ্য বিষয়টি নিশ্চিত করেছে। বাবা-মার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনেই জিম্বাবুয়ে থেকে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক।

জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, ‘ এ মুহূর্তে মুশফিক এবং তার পরিবারের প্রতি আমাদের শুভকামনা। উনি (মুশফিক) দেশে ফিরে যাচ্ছে। সেখানে গিয়ে অবস্থা বুঝে তারপর অন্যান্য বিষয়ে বলা যাবে। ভবিষ্যতে কি হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ বিষয়টি বেশ স্পর্শকাতর।’

এর আগে জিম্বাবুয়ে সফরে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলেই মুশফিকের দেশে ফেরার কথা ছিল। টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নেওয়ায় স্কোয়াডে ছিলেন না তিনি।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে প্রবেশ করতে হলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে। এ কারণে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চেয়েছিলেন। তবে বাবা-মার অসুস্থতার কারণে তাকে দেশে ফিরতে হচ্ছে।

বুধবার (১৪ জুলাই) হারারে থেকে ঢাকার উদ্দেশে রওনা দিবেন মুশফিক। শুক্রবার (১৬ জুলাই) থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দলে থাকবেন না তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিগব্যাশের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া

বিগব্যাশের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া

দেশে ফিরছেন মুশফিক, খেলবেন না ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

দেশে ফিরছেন মুশফিক, খেলবেন না ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

ভিসা পেয়েও দুর্ভাগা রুবেল হোসেন

ভিসা পেয়েও দুর্ভাগা রুবেল হোসেন

রেকর্ড গড়েও ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

রেকর্ড গড়েও ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান