প্রোটিয়াদের অর্ধেক রানও করতে পারলো না বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১০ এপ্রিল ২০২২
প্রোটিয়াদের অর্ধেক রানও করতে পারলো না বাংলাদেশ

পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকার করা প্রথম ইনিংসের অর্ধেক রানও করতে পারলো না বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২১৭ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। ফলে ৪৫৩ রান করা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস থেকে ২৩৬ রানের লিড পেয়েছে।

প্রথম ইনিংস থেকে ২৩৬ রানের লিড পেলেও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে আবারও ব্যাট করেছেন দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৪৫৩ রান করেছিল প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে করা ৪৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শনিবার (৯ এপ্রিল) দ্বিতীয় দিন শেষে নিজেদের ইনিংসে ৫ উইকেটে ১৩৯ রান করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ৩০ ও ইয়াসির আলি ৮ রানে অপরাজিত ছিলেন।

রোববার (১০ এপ্রিল) তৃতীয় দিন টেস্ট ক্যারিয়ারের ২৫তম হাফ-সেঞ্চুরি তুলে আউট হন মুশফিক। ১৩৬ বলে ৫১ রান করেন তিনি। ৮টি চার মারেন মুশফিক। ৮৭ বলে ৭টি চারে ৪৬ রান করেন ইয়াসির।

লোয়ার-অর্ডারে মেহেদি হাসান মিরাজ ১১, তাইজুল ইসলাম ৫, খালেদ ও এবাদত শূন্য রান করেন। ব্যাটিং ব্যর্থতায় ৭৪ দশমিক ২ ওভারে অলআউট হয়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মুল্ডার-হার্মার ৩টি করে ও ওলিভিয়ের-মহারাজ ২টি করে উইকেট নেন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

৪৫৩ রানে থামলো দক্ষিণ আফ্রিকা

৪৫৩ রানে থামলো দক্ষিণ আফ্রিকা

টেস্টে তাইজুলের দশম পাঁচ উইকেট

টেস্টে তাইজুলের দশম পাঁচ উইকেট

তাসকিনের দুই ট্রফিতে ছেলে রিহানের ভালোবাসার চুমু

তাসকিনের দুই ট্রফিতে ছেলে রিহানের ভালোবাসার চুমু

পোর্ট এলিজাবেথে ১৩৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মিরাজ

পোর্ট এলিজাবেথে ১৩৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মিরাজ