শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৫ মে ২০২২
শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী পাকিস্তান

রাজনৈতিক সমস্যায় বেশ অস্থির সময় পার করছে শ্রীলঙ্কা। লঙ্কানদের অভ্যন্তরীণ সমস্যার মধ্যে অস্ট্রেলিয়া দেশটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে কি-না তা নিয়ে রয়েছে শঙ্কা। অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে পাকিস্তানকে আতিথ্য দিবে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া সফর নিয়ে শঙ্কিত হলেও এখনো আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রাজনৈতিক পরিস্থিতিতে নিয়ে বেশ উত্তপ্ত শ্রীলঙ্কার পরিবেশ। এমন অবস্থায় চলতি বছরের জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া। তবে পরিস্থিতি সন্তোষজনক না হলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এই রকম কোনো সিদ্ধান্তের পথে হাটতে চায় না পাকিস্তান। বরং, তারা শ্রীলঙ্কা সফর নিয়ে বেশ আত্মবিশ্বাসী।

পিসিবির এক কর্মকর্তা বলেন, “আমরা কঠিন সময়ে শ্রীলঙ্কার ক্রিকেটকে সমর্থন দিতে প্রস্তুত আছি। সফর করতে আমাদের কোনো সমস্যা নেই।”

এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দেশটির রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যার কারণে বেশ বিব্রতকর অবস্থায় আছে। প্রতিনিয়তই দেশটিতে চলছে সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ।

এই অবস্থার মধ্যে চলতি বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের দেশটিতে সফর করার কথা বয়েছে। আর সিরিজ আয়োজনের বিষয়টি পুরোপুরি লঙ্কান বোর্ডের উপরই নির্ভর করছে বলেও জানিয়েছেন।

পিসিবির ওই কর্মকর্তা জানান, এখনও সিরিজ আয়োজনের সিদ্ধান্তেই অটল আছে শ্রীলঙ্কা। সিরিজের বিষয়ে শ্রীলঙ্কার সিদ্ধান্তই মেনে নেওয়ায় হবেও বলে জানান তিনি।

বলেন, “এসএলসির উপর বিষয়টি নির্ভর করছে। এমনকি খেলা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে চাইলে সেটাতেও আপত্তি নেই।”

কঠিন সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে সমর্থন না পেলেও লঙ্কান ক্রিকেটের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান। “আমাদের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে। দুই দেশই কঠিন সময়ে পরস্পরের পাশে থাকবে।”- বলেন ওই কর্মকর্তা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-শ্রীলঙ্কা দিয়ে মাঠে ফিরলো ‘নিরপেক্ষ’ আম্পায়ার

বাংলাদেশ-শ্রীলঙ্কা দিয়ে মাঠে ফিরলো ‘নিরপেক্ষ’ আম্পায়ার

বাংলাদেশ সফরে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চায় শ্রীলঙ্কা

বাংলাদেশ সফরে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চায় শ্রীলঙ্কা

ওয়ানডে নয়, শ্রীলঙ্কা সফরে শুধু টেস্ট খেলবে পাকিস্তান

ওয়ানডে নয়, শ্রীলঙ্কা সফরে শুধু টেস্ট খেলবে পাকিস্তান

‌‘সরকারের চেয়েও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বেশি দুর্নীতিগ্রস্ত’

‌‘সরকারের চেয়েও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বেশি দুর্নীতিগ্রস্ত’