টেস্ট নেতৃত্বে ফিরলেন নাজমুল হোসেন শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০১ নভেম্বর ২০২৫
টেস্ট নেতৃত্বে ফিরলেন নাজমুল হোসেন শান্ত

নেতৃত্ব ছাড়ার চার মাস পর আবারও টেস্ট ফরম্যাটের অধিনায়কত্বে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের শেষ পর্যন্ত শান্তকে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ‍ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ ‍ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালে প্রথম টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া শান্ত ১৪টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এরপর ২০২৫ সালে জুনে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব থেকে নিজে থেকে সরে দাঁড়ায়।

এ বিষয়ে বিসিবির সভাপতি মো. আমিনুল ইসলাম বলেছেন, শান্ত ধৈর্য, ​​প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেটের গভীর বোধগম্যতা দেখিয়েছেন। তার নেতৃত্বে দলের উন্নতি এবং তার বিশ্বাস দেখেছি। বোর্ড মনে করে যে, শান্তর নেতৃত্বের ধারাবাহিকতায় নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ এগিয়ে যাবে, একই সাথে সাথে দলের জন্য ভালো হবে।

নেতৃত্বে ফিরে নাজমুল হোসেন শান্ত বলেছেন: বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব অব্যাহত রাখতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি এবং আমার অধিনায়কত্বের প্রতি বিসিবির আস্থা ও বিশ্বাসের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, টেস্ট ক্রিকেটে দেশের অধিনায়কত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আমার উপর অর্পিত দায়িত্ব পরিশোধ করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করবো।



শেয়ার করুন :