আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল দিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ০৪ নভেম্বর ২০২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল দিলো বাংলাদেশ

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।

ঘোষিত দলে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনজন। তারা হলেন- এনামুল হক বিজয়, নাঈম হাসান ও মাহিদুল ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজের দলে না থাকা ওপেনার মাহমুদুল হাসান ফিরেছেন আয়ারল্যান্ড সিরিজে। এছাড়া দলে রয়েছেন ওয়ানডে এবং টি-২০ ফরম্যাটে বাজে সময় পার করা ব্যাটার জাকের আলী। ৬ টেস্টের ১১ ইনিংসে চারটি ফিফটি করেছেন তিনি।

ঢাকার মিরপুরে এবং সিলেটের মাঠে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে মূলত পেস বোলিং বান্ধব দল দিয়েছে বাংলাদেশ। দলে চার পেসার- হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও খালেদ আহমেদ। এছাড়া স্পিন আক্রমণে রয়েছেন তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ এবং হাসান মুরাদ।

টপ অর্ডারের ব্যাটিং বিবেচনায় সাদমান ইসলাম আছেন। তার সঙ্গী হিসেবে রয়েছে মাহমুদুল হাসান জয়। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ১৪ ইনিংসে কোন ফিফটি না থাকা জয়কে দলে নিতে অবশ্য বাদ পড়েছেন এনামুল হক বিজয়।

১১ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। মুশফিকুর রহিম ওই টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন।

বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরী এবং হাসান মুরাদ।



শেয়ার করুন :