ফিরেও নজর কাড়তে ব্যর্থ হলেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২১ পিএম, ১০ অক্টোবর ২০১৯
ফিরেও নজর কাড়তে ব্যর্থ হলেন তামিম

দীর্ঘ চার বছর পর ২১তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মাঠে নেমেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) উদ্বোধনী পর্বের প্রথম রাউন্ডে মাঠে নেমে ব্যর্থ হন তামিম। তার এ ব্যর্থতার খবরই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে আজকের মূল আলোচনার বিষয়।

জাতীয় দলের এ ওপেনারকে দেশের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১০৫ বলের মোকাবেলায় সংগ্রহ করেছেন মাত্র ৩০ রান।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা মেট্রো। মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ক্রিজে তামিম ইকবাল ছিলেন খোলসবন্দী।

অফ স্পিনারেদর শর্ট ডেলিভারির বল পেলে যেখানে অন্য ব্যাটসম্যানরা চার-ছক্কা হাকিয়েছেন সেখানে তামিমকে দেখা গেছে ওই সব বলেই বেশি ব্যর্থ হতে। তারপরও তামিম ব্যাট হাতে চেষ্টা করেছেন। তবে তা সন্তুষ্টির পর্যায়ে নয়। তার ব্যাটিংয়ে ছিল না চোখ ধাঁধানো শট কিংবা পুল শট।

বরং মাহমুদউল্লাহ রিয়াদের একটি সাদামাটা বলে শট খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন। তামিমের ওই শটটি দেখে রিয়াদ নিজেই বিস্মিত হয়েছেন।

এদিকে নিজের ব্যর্থতায় তামিম নিজেও বেশ হতাশ। আউট হওয়ার পর কিছু সময়ের জন্য ক্রিজের দিকে তাকিয়ে ছিলেন, পরে মাথা নিচু করে এমনভাবে ফিরছিলেন যেন নিজেই বিশ্বাস করতে পারছেন না কী শট খেললেন তিনি।

বিশ্বকাপে এবং পরবর্তীতে শ্রীলঙ্কা সফরে দুর্বল পারফর্মেন্সের কারণে সাময়িক বিশ্রামে ছিলেন তামিম। এনসিলের মাধ্যমে তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেছেন। দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা তামিমকে খুবই সতর্ক মনে হলেও খেলার সময় তিনি অস্বস্তি বোধ করছিলেন।

দীর্ঘ বিরতির কারণেই হয়তো শট খেলতে ব্যর্থ হচ্ছিলেন তামিম। এ সময় গ্যাপ খুঁজে বের করতে পারছিলেন না তিনি। কোন কোন সময় নিজের কাছে সহজ ও ফেভারিট শটগুলোও খেলতে ব্যর্থ হচ্ছিলেন এ টাইগার ওপেনার।

তবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এখনো সর্বোচ্চ রান সংগ্রহের ব্যাপারে বদ্ধপরিকর জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে এনসিএলকে। ওই সিরিজের মাধ্যমেই বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের যাত্রা শুরু করবে।

বাংলাদেশ দলের নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন বলেছেন, দীর্ঘ বিরতির পর যেহেতেু তামিম প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে নেমেছেন সেহেতু এমনটা হওয়া স্বাভাবিক। নিজের অবস্থানে ফেরার জন্য তার সময়ের প্রয়োজন। তিনি বর্তমানে যে অবস্থায় পড়েছেন তেমনটি যে কোন ক্রিকেটারের ক্ষেত্রে ঘটতে পারে।

তিনি আরও বলেন, তবে আমি নিশ্চিত তিনি ঘুরে দাঁড়াবেন এবং অচিরেই আসরের সর্বোচ্চ রান সংগ্রহ করবেন। তামিম নিজেও আগের ফর্মে ফেরার ব্যাপারে বদ্ধপরিকর।


শেয়ার করুন :


আরও পড়ুন

এনসিএলের প্রথম দিনেই বৃষ্টির বাগড়া

এনসিএলের প্রথম দিনেই বৃষ্টির বাগড়া

জাতীয় লিগে ফিটনেস নিয়ে কঠোর বিসিবি, জেনে নিন আদ্যপান্ত

জাতীয় লিগে ফিটনেস নিয়ে কঠোর বিসিবি, জেনে নিন আদ্যপান্ত

৬ ডিসেম্বরেই শুরু হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

৬ ডিসেম্বরেই শুরু হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

টি-২০ সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা

টি-২০ সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা