নতুন সূচি পাচ্ছে স্থগিত হওয়া শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২১ পিএম, ০২ মে ২০২০
নতুন সূচি পাচ্ছে স্থগিত হওয়া শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ

করোনভাইরাসের কারণে মার্চ মাসে স্থগিত করা হয় শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজ শুরুর ঠিক আগ মুর্হূতে তা ভেস্তে যায়। তবে আগামী বছরের জানুয়ারিতে স্থগিত হওয়া টেস্ট সিরিজ আয়োজন করা হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।

তিনি বলেন, স্থগিত হওয়া সিরিজগুলোর সূচি পুনর্নির্ধারণের পরিকল্পনা করছি আমরা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আগামী জানুয়ারিতে (২০২১ সাল) পুনর্নির্ধারণ করা হবে। তবে এখনও সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। এছাড়া স্থগিত হয়ে যাওয়া বা ভবিষ্যতে হবে এমন সিরিজগুলোও পুনর্নির্ধারণ করা হবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মার্চের শুরুতে শ্রীলঙ্কায় সফরে যায় ইংল্যান্ড। এরপর সেখানে একটি অনুশীলন ম্যাচও খেলে তারা। তবে করোনাভাইরাসের প্রকোপে দ্বিতীয় অনুশীলন ম্যাচের মাঝে সিরিজ স্থগিত করা হয়। এরপর দ্রুতই দেশে ফিরে যায় ইংল্যান্ড দল। শ্রীলঙ্কা প্রায় ১০ দিন অবস্থান করে ইংলিশরা।

করোনার কবলে পড়ে এখন পর্যন্ত ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ডসহ সবগুলো দেশেরই ২০২০ সালের প্রায় সবগুলো সিরিজই স্থগিত হয়েছে। শ্রীলঙ্কায় করোনা কিছুটা স্বাভাবিক হওয়ায় সূচি পুর্ননির্ধারণের পরিকল্পনা করছে তারা।

যা কি-না এখন পর্যন্ত স্থগিত হওয়া সিরিজগুলোর মাঝে সূচি পুর্ননির্ধারণের প্রথম পরিকল্পনা। অন্যান্য দেশে করোনার পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এখন পর্যন্ত স্থগিত হওয়া সিরিজ নিয়ে কোনো সূচি প্রকাশ করেনি। এছাড়া নতুন করে আরও বেশ কয়েকটি সিরিজ স্থগিত হওয়ার সম্ভাবনায রয়েছে। শঙ্কা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কলকাতার সর্বকালের সেরা দলে সাকিব

কলকাতার সর্বকালের সেরা দলে সাকিব

নিলামে তোলা মোসাদ্দেকের ব্যাটে এসেছিল ঐতিহাসিক জয়

নিলামে তোলা মোসাদ্দেকের ব্যাটে এসেছিল ঐতিহাসিক জয়

গেইলের অভিযোগ মিথ্যা দাবি সারওয়ানের

গেইলের অভিযোগ মিথ্যা দাবি সারওয়ানের

ভারতকে হারানো প্রধান লক্ষ্য : ল্যাঙ্গার

ভারতকে হারানো প্রধান লক্ষ্য : ল্যাঙ্গার