ইংল্যান্ডে দলের সবাই নিরাপদ বোধ করছে : হোল্ডার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৯ পিএম, ১১ জুন ২০২০
ইংল্যান্ডে দলের সবাই নিরাপদ বোধ করছে : হোল্ডার

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার (৯ জুন) সকালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। ইংল্যান্ডে করোনার মহামারীতা থাকলেও দলের সবাই নিরাপদ ও স্বস্তিবোধ করছেন বলে জানিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার।

করোনার এমন পরিস্থিতিতে ইংল্যান্ডে ক্রিকেট খেলতে যাওয়া মোটেও সহজ বিষয় নয়। তবে ওয়েস্ট ইন্ডিজ দল সেই সাহস দেখিয়েছে। অধিনায়ক জেসন হোল্ডার জানিয়েছেন, তারা ইংল্যান্ডে ক্রিকেট খেলতে এসে তেমন কোন সমস্যা দেখতে পাচ্ছেন না। বিবিসি স্পোর্টকে তিনি বলেন-‘এখানে পৌঁছে তার দলের খেলোয়াড়রা নিরাপদই বোধ করছে। কোন না কোন সময় নিশ্চয়ই স্বাভাবিক হয়ে যাবে সবকিছু।’

হোল্ডার জানিয়েছেন, সবাই খেলার জন্য উন্মুখ হয়ে আছে। গ্রীস্মে ইংল্যান্ড সফরটা তো আমাদের পরিকল্পনার মধ্যেই ছিল। তাই সুযোগ এবং সম্ভাবনা তৈরি হওয়ায় আমরা এই সফরে এসেছি। আমার সঙ্গে যারা এই সফরে এসেছে তারা সবাই বেশ স্বস্তি এবং নিরাপদবোধই করছে।

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলতে এসে তারা কোন চাপ অনুভব করছেন না। ক্রিকেটের জন্য লোকজন উন্মুখ হয়ে আছে। তবে এটা ভাবার কোন কারণ নেই যে আমরা করোনাভাইরাসের এই সময়টায় গিনিপিগের মতো পরীক্ষাগারে এসেছি। এই গ্রীস্মে ইংল্যান্ড সফরটা তো আমাদের পরিকল্পনার মধ্যেই ছিল। তাই সুযোগ এবং সম্ভাবনা তৈরি হওয়ায় আমরা এই সফরে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে যারা এই সফরে এসেছে তারা সবাই বেশ স্বস্তি এবং নিরাপদবোধই করছে। করোনাভাইরাসের এই সময়টায় তো স্বাস্থ্যকর্মীরা ভয় নিয়ে বাসায় বসে নেই। তারা তো হাসপাতালে এবং চিকিৎসা কেন্দ্রে তাদের দায়িত্ব পালন করছে। তারা তো ঠিকই লড়ছে। আমাদের সৌভাগ্য যে আমাদের তেমনকিছু করতে হচ্ছে না। কিন্তু এটা মনে রাখতে হবে স্বাভাবিকত্বে ফিরে আসতে হলে সবাইকে কিছু না কিছু উদ্যোগ নিতে হবে। আমরাও সেটাই করছি।’

২৮ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জানান, হোটেলে হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার এবং থার্মোমিটার সবকিছুই যথেষ্ট পরিমান পাচ্ছেন তারা।

৮ জুলাই সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরের দুই টেস্ট ১৬ ও ২৪ জুলাই হবে ম্যাচ ওল্ড ট্রার্ফোডে। সব টেস্টই হবে রুদ্ধদার স্টেডিয়াম ও জীবাণুমুক্ত পরিবেশে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনাযোদ্ধাদের সম্মান জানাতে ‘নীল আর্মব্যান্ড’ পড়ে খেলবে ইংল্যান্ড

করোনাযোদ্ধাদের সম্মান জানাতে ‘নীল আর্মব্যান্ড’ পড়ে খেলবে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জুলাইয়ে : আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জুলাইয়ে : আইসিসি

আবার সেরা ফর্ম ফিরে পাচ্ছি : তাসকিন

আবার সেরা ফর্ম ফিরে পাচ্ছি : তাসকিন

শ্রীলঙ্কা সফরে ‘রাজি’ ভারতীয় ক্রিকেট বোর্ড

শ্রীলঙ্কা সফরে ‘রাজি’ ভারতীয় ক্রিকেট বোর্ড