আইপিএল ভাবনায় সেপ্টেম্বর-অক্টোবর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ এএম, ১৩ জুন ২০২০
আইপিএল ভাবনায় সেপ্টেম্বর-অক্টোবর

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্তে বিলম্ব হওয়ায় ঝুলে রয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের ১৩তম আসর মাঠে গড়ানোর পরিকল্পনা করছে ইন্ডিয়া ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মার্চের ২৯ তারিখ থেকে আইপিএল মাঠে গড়ানোর কথা থাকলেও করোনার প্রাদুর্ভাবে বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় ১৩তম আসর। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে শঙ্কা তৈরি হওয়ায় সেই সময়ে আইপিএল আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই।

দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও আইপিএল আয়োজনে আগ্রহী বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। আইপিএল আয়োজনে সম্ভাব্য সব বিকল্প নিয়েই কাজ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারই পরিকল্পনা হিসেবে ইতোমধ্যে স্টেট অ্যাসোসিয়েশনগুলোতে চিঠি পাঠিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এদিকে অক্টোবর-নভেম্বরে কেবল বিশ্বকাপই নয়, এর আগে সেপ্টেম্বরে সূচি রয়েছে এশিয়া কাপের। তবে দুটি টুর্নামেন্টের কোনটি নিয়েই এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এ অবস্থায় ভারত স্বপ্ন দেখছে আইপিএল আয়োজনের। ভারতের মাটিতে সম্ভব না হলে বিদেশের মাটিতেও আইপিএল আয়োজন করতে চায় তারা।

আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর- অক্টোবরকে আইপিএলের উইন্ডো হিসেবে ধরে রেখেছেন তারা।

ভারতীয় গণমাধ্যমে ব্রিজেশ প্যাটেল বলেন, আমরা আইপিএল আয়োজনের জন্য সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোর দিকে তাকিয়ে আছি। যদিও এটি নির্ভর করবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সিদ্ধান্তের ওপর।

তিনি আরও বলেন, আমরা অবশ্যই এ বছর আইপিএল আয়োজন করতে চাই। এটি বিশ্বের অন্যতম জমজমাট আসর। আমরা যে উইন্ডোর (সেপ্টেম্বর-অক্টোবর) কথা ভাবছি সেটির আরও তিন মাসের মতো বাকি। টুর্নামেন্ট আয়োজন করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। আশা করছি, পরিস্থিতির উন্নতি হবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবো এবং তাদের পরামর্শ নেব।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড সফরে যাচ্ছে না আমির ও হারিস সোহেল

ইংল্যান্ড সফরে যাচ্ছে না আমির ও হারিস সোহেল

‘সবার জীবন থেকে ৬-৭ মাস ক্রিকেট হারিয়ে গেল’

‘সবার জীবন থেকে ৬-৭ মাস ক্রিকেট হারিয়ে গেল’

শ্রীলঙ্কা যাচ্ছে না কোহলিরা, সিরিজ স্থগিত

শ্রীলঙ্কা যাচ্ছে না কোহলিরা, সিরিজ স্থগিত

কোহলির সাথে আমার তুলনা হয় না, সে দুর্দান্ত : বাবর

কোহলির সাথে আমার তুলনা হয় না, সে দুর্দান্ত : বাবর